নয়াদিল্লি: দীর্ঘ জল্পনা, কল্পনা ও টালবাহানার পর হাইব্রিড মডেলেই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025) আয়োজিত হচ্ছে। অর্থাৎ টুর্নামেন্টের সিংহভাগ ম্যাচ পাকিস্তানেই আয়োজিত হলেও, ভারতীয় দলের ম্যাচগুলি আয়োজিত হবে দুবাইয়েই। টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির নক আউটে পৌঁছলেও মরুদেশেই আয়োজিত হবে ভারতীয় দলের ম্যাচগুলি। এই মাঠে ভারতীয় দলের রেকর্ড কেমন?
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতীয় দল ছয়টি ওয়ান ডে ম্যাচ খেলেছে। টিম ইন্ডিয়ার রেকর্ড এই মাঠে কিন্তু দুর্দান্ত। ছয়টির মধ্যে পাঁচটি ম্যাচেই ভারতীয় দল এই মাঠে জয় পেয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচই নিঃসন্দেহে এই টুর্নামেন্টের সবচেয়ে চর্চিত ম্যাচ হতে চলেছে। চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধেও কিন্তু টিম ইন্ডিয়া এই মাঠে এখনও পর্যন্ত অপ্রতিরোধ্য। পাকিস্তানের বিরুদ্ধে দুবাইয়ে দুইটি ওয়ান ডে ম্যাচ খেলে দুইটিতেই জয় পেয়েছে ভারত।
অর্থাৎ এই মাঠে ইতিহাস কিন্তু ভারতীয় দলের পক্ষেই। এবার দেখার চ্যাম্পিয়ন্স ট্রফির গত বারের ফাইনালিস্ট এবারে একধাপ এগিয়ে খেতাব নিজেদের ঘরে তুলতে পারেন কি না। এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার দল নিয়ে এখনও একাধিক প্রশ্ন রয়েছে। যশপ্রীত বুমরা ফিট হবেন কি না, কেএল রাহুল খেলবেন কি না। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল নির্বাচনে এখনও খানিকটা সময় লাগবে বলেই শোনা যাচ্ছে। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের জন্য ভারতীয় দলের ঘোষণা হয়ে গেল আজই। এই স্কোয়াডে সবথেকে বড় চমক বলতে মহম্মদ শামির প্রত্যাবর্তন।
তিনি জাতীয় দলের জার্সিতে শেষ খেলেছেন প্রায় দেড় বছর আগে । ২০১৯ সালের ১৯ নভেম্বর । আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে । অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে। সেই মহম্মদ শামিপ্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরলেন । চোট সারিয়ে । ইংল্যান্ডের বিরুদ্ধে (India vs England) পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের জন্য যে দল বেছে নেওয়া হল শনিবার, সেখানে রাখা হয়েছে বাংলার পেসার শামিকে।
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল
সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য, রিঙ্কু সিংহ, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর পটেল (সহ অধিনায়ক), হর্ষিত রানা, অর্শদীপ সিংহ, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর ও ধ্রুব জুরেল (উইকেটকিপার) ।
আরও পড়ুন: শুধু বুমরা নন, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ে চোট সমস্যায় অনিশ্চিত ভারতীয় দলের তরুণ তুর্কিও