নয়াদিল্লি: সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, তার আগেই আবার ঘরের মাঠে ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজ়ে খেলতে নামবে টিম ইন্ডিয়া। সেই সিরিজ়ে আবার যশপ্রীত বুমরার অংশগ্রহণ নিয়ে জোর জল্পনা। তাঁর চোট রয়েছে বলে খবর। বুমরার অনুপস্থিতিতে এক তরুণ ফাস্ট বোলারের কাছে সুযোগ ছিল নিজেকে প্রমাণ করার। তবে শোনা যাচ্ছে ময়ঙ্ক যাদব নাকি ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারবেন না।


বল হাতে আগুনে গতির জন্য নজর কেড়েছিলেন ময়ঙ্ক যাদব। ১৫০-র অধিক গতিতে বল করতে সক্ষম ময়ঙ্কের অনুরাগীর কমতি নেই। গত বছরেই বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ়ে নিজের আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক ঘটিয়েছিলেন ময়ঙ্ক। আশা ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলা টি-টোয়েন্টি সিরিজ়েও তাঁকে খেলতে দেখা যাবে। তবে তেমনটা হচ্ছে না বলেই খবর।


ময়ঙ্ক বেশ কিছুদিন ধরে পিঠের সমস্যায় ভুগছেন। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ের জন্য সঠিক সময়ে ফিট হতে পারবেন না বলেই খবর। দিল্লির রঞ্জি ট্রফি স্কোয়াডে সৌরাষ্ট্র ম্যাচের জন্যও তাঁর নাম নেই। সেটাই তাঁর আনফিট হওয়ার ইঙ্গিতবাহক। এই বিষয়ে অবগত এক বিসিসিআই সূত্র বলেন, 'ওঁ পিঠের চোটে ভুগছে এবং ইংল্যান্ড সিরিজ়ের জন্য সময়ে ফিট হতে পারবেন না। ওঁ তো ২৩ জানুয়ারি থেকে শুরু হতে চলা রঞ্জি ট্রফির দ্বিতীয় লেগে সৌরাষ্ট্রের বিরুদ্ধে দিল্লির প্রথম ম্যাচে সম্ভাব্য ক্রিকেটারদের তালিকাতেও নেই।' 


তবে বুমরা ও ময়ঙ্কের মতো ফাস্ট বোলারদের ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন থাকলেও, ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজ়ে কিন্তু আরেক তারকার প্রত্যাবর্তন ঘটতে পারে। তিনি মহম্মদ শামি। ২০২৩ সালের ৫০ ওভারের বিশ্বকাপের পর থেকে তিনি আর জাতীয় দলের হয়ে মাঠে নামেননি। বর্ডার-গাওস্কর ট্রফিতে তাঁর প্রত্যাবর্তনের আশা থাকলেও, মহম্মদ শামিকে 4icনিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চায়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে এবার অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। খবর অনুযায়ী ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সাদা বলের সিরিজ়েই শামিকে ফের একবার জাতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে।


শামি ঘরোয়া ক্রিকেটে বহুদিন আগে থেকেই মাঠে নেমে পড়েছেন। রঞ্জি ট্রফি, সৈয়দ মুস্তাক আলিতে খেলেছেন। তারপরেই আশা ছিল বর্ডার-গাওস্কর ট্রফিতে তাঁকে দেখা যাবে। কিন্তু হাঁটুতে হালকা ফোলা থাকায় তাঁকে ফিটনেসের ছাড়পত্র দেয়নি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির মেডিক্যাল দল। তবে তারকা ফাস্ট বোলার পুরোপুরিভাবে ফিট হওয়ার পথে। কড়া রিহ্যাবের পর তাঁর ফিটনেসের দিকে নজর রেখেছে এনসিএ। তাঁরা ছাড়পত্র দিলেই এ মাসেই জাতীয় দলে শামির প্রত্যাবর্তন ঘটতে পারে।


আরও পড়ুন: অশ্বিনের পথ অবলম্বন করে অবসরের পথে ভারতীয় ক্রিকেট দলের আর এক মহাতারকা?