সিডনি: অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের দলে রয়েছেন তিনি। কিন্তু আদৌ কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামতে পারবেন প্যাট কামিন্স? কিছুদিন আগেই বর্ডার গাওস্কর ট্রফি জিতেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে। কিন্তু এরপরই শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে নিজের নাম তুলে নিয়েছিলেন ব্যক্তিগত কারণের জন্য। এবার শোনা যাচ্চে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নাকি অনিশ্চিত প্যাট কামিন্স। গোড়ালির চোটের জন্য ছিটকে যেতে পারেন কামিন্স।


গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির প্রধান জর্জ বেইলি বলেছিলেন, ''আমাদের আপাতত অপেক্ষা করতে হবে। প্যাটের স্ক্যান রিপোর্ট দেখার পরই পুরো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। সেই মতই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওঁর উপস্থিতির সম্পর্কে একটা পরিষ্কার ধারণা আমরা দিতে পারব।'' 


কামিন্সের স্ত্রী দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন। তাই সন্তানসম্ভবা স্ত্রী-র পাশে থাকতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিতে চেয়েছিলেন কামিন্স। বর্ডার গাওস্কর ট্রফিতে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কামিন্স। বল হাতে মোট ১৬৭ ওভার করেছেন পাঁচটি ম্য়াচে। মোট ২৫ উইকেট নিয়েছেন তিনি। ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপে কামিন্সের নেতৃত্বেই খেতাব ঘরে তোলে অস্ট্রেলিয়া শিবির। এমনকী সেই বছরেই টেস্ট চ্যাম্পিয়ন্সশিপ ফাইনালেও জয় ছিনিয়ে নিয়েছিল কামিন্সের অস্ট্রেলিয়া দল। ভারতকে দুবারই ফাইনালে হারিয়ে দেয় তাঁরা। 


এদিকে, মোটামুটি সব দলের স্কোয়াড ঘোষণা হয়ে গেলেও এখনও পর্যন্ত ভারতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা হয়নি। তবে রোহিত শর্মার নেতৃত্বেই ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামবে। মম্বইয়ে গম্ভীর ও আগরকরের সঙ্গে বৈঠক হয়েছিল রোহিতের। সেখানেই তিনি বোর্ডের কাছে সময়  যশপ্রীত বুমরার ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে। কুলদীপ যাদবের নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে নির্বাচনী বৈঠকে। বুমরা সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম টেস্টে পিঠে চোট পেয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে আর বল করতে পারেননি। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে তিনি দলে নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও অনিশ্চিত। চোটের জন্য কুলদীপের নির্বাচন নিয়েও থাকছে প্রশ্ন।


শোনা যাচ্ছে, আগামী ১৯ জানুয়ারি হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচন। গাওস্করের মতে মিডল অর্ডার শক্তিশালী করতে হলে কে এল রাহুল ও শ্রেয়স আইয়ারকে দলে রাখতে হবে। আর উইকেটকিপার হিসেবে গাওস্কর বেছে নিয়েছেন ঋষভ পন্থ ও সঞ্জু স্যামসন, দু'জনকেই। তাঁর কথায়, 'ব্যাটিং অর্ডারের চারে আসুক শ্রেয়স। পাঁচে রাহুল। ছয়ে পন্থ। বেশ কয়েকটা সেঞ্চুরি করেছে সঞ্জু। ওকেও দলে রাখা উচিত। ওকে না নেওয়াটা ভুল হবে।'