লাহৌর: মাত্র দিন তিনেক আগেই একই মাঠে এক বিধ্বংসী ইনিংসের সাক্ষী থেকেছিলেন ক্রিকেটপ্রেমীরা। অজ়িদের বিরুদ্ধে ইংল্যান্ড ওপেনার বেন ডাকেটের সেই ইনিংস দলকে ম্য়াচ জেতাতে না পারলেও, চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) সর্বকালীন রেকর্ড গড়েছিল। কিন্তু সেই রেকর্ড মাত্র তিনদিনই স্থায়ী হল। ইংল্যান্ডের বিরুদ্ধেই বুধবার, ২৬ ফেব্রুয়ারি বেন ডাকেটের রেকর্ড ভেঙে দিলেন আফগানিস্তান ওপেনার ইব্রাহিম জাদরান (Ibrahim Zadran)। 


ইংল্যান্ড বোলারদের বিরুদ্ধে (AFG vs ENG) কার্যত ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত শাসন করলেন জাদরান। এক সময় যেখানে ৩৭ রানের বিনিময়ে তিন উইকেট হারিয়ে ধুঁকছিল আফগানরা। সেখানে জাদরানের দৌলতে আফগানদের ইনিংস শেষ হল ৩২৫ রানে। ইনিংসের ৫০তম ওভারে জাদরান যখন লিভিংস্টোনের বলে আউট হয়ে সাজঘরে ফিরলেন, ততক্ষণে তাঁর নামের পাশে ১৭৭ রান লেখা। ডাকেটের ১৬৫ রানের ইনিংসকে পিছনে ফেলে এটাই এখন চ্যাম্পিয়ন্স ট্রফি ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ ব্য়ক্তিগত স্কোর। এখানেই কিন্তু শেষ নয়।


জাদরানের ১৭৭ রানের ইনিংস ওয়ান ডেতেও কোনও আফগান ব্যাটারের সর্বকালের সর্বোচ্চ। নিজেরই রেকর্ড ভাঙলেন তরুণ আফগানিস্তান ব্যাটার। বছর তিনেক আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬২ রানের ইনিংস এসেছিল তাঁর ব্যাট থেকে। এবারে মাত্র ১৪৬ বলে এল ১৭৭ রান। জাদরানের বিধ্বংসী ইনিংসে ভর করে দল হিসাবেও আফগানরা সর্বকালীন ইতিহাস গড়ল।


 






 


এদিন সাত উইকেটের বিনিময়ে আফগানিস্তানের ৩২৫ রানই কোনও আইসিসি ইভেন্টে তাঁদের সর্বোচ্চ দলগত রান। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল আফগানিস্তান। শুরুটা ভাল একেবারেই হয়নি। নতুন বল হাতে জোফ্রা আর্চারের আগুনে স্পেলে ব্যাকফুটে চলে গিয়েছিল আফগানিস্তান। ৩৭ রানে তিন উইকেট হারিয়ে একেবারে ধুঁকছিল আফগানিস্তান। এই সময়েই অধিনায়ক হাশমাতুল্লা শাহিদির সঙ্গে মিলে শতরানের পার্টনারশিপে জাদরান ইনিংসকে স্থিরতা প্রদান করেন।


এরপরে ওমারজ়াই এবং শেষের দিকে বর্ষীয়াণ মহম্মদ নবির আগ্রাসী ইনিংসে আফগানিস্তান ইনিংস তড়তড়িয়ে এগিয়ে যায়। সাপোর্টও পান জাদরান। দেখতে দেখতেই ৩২৫ রানের বেশ চ্যালেঞ্জিং টোটাল বোর্ডে তুলে ফেলেন জাদরানরা। বোলাররা এবার সেই রান ডিফেন্ড করতে পারেন কি না, সেটাই দেখার।    


আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে কালো দস্তানা হাতে মাঠে নামছেন হার্দিক, এর কার্যকারিতা ঠিক কী?