লাহোর: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ৩৬২ রান বাের্ডে তুলে নিয়েছিল নিউজিল্য়ান্ড। যার নেপথ্য কারিগর ছিলেন রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসন। দুজনেই দুরন্ত সেঞ্চুরি হাঁকান। ১০১ বলে ১০৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন রাচিন রবীন্দ্র। আর তার সঙ্গে সঙ্গেই নতুন রেকর্ডও গড়ে ফেললেন কিউয়ি ব্যাটার। 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকানোর সঙ্গে সঙ্গেই রাচিন রবীন্দ্র বিশ্বের প্রথম ব্যাটার হয়ে গিয়েছেন যিনি তাঁর আন্তর্জাতিক ওয়ান ডে সেঞ্চুরির প্রথম পাঁচটিই আইসিসি ইভেন্টে হাঁকিয়েছেন। বিশ্বের দ্রুততম ব্যাটার হিসেবেও আইসিসি ইভেন্টে প্রথম পাঁচটি শতরান হাঁকানো প্রথম ব্যাটার হয়ে গিয়েছেন রবীন্দ্র। উল্লেখ্য, ২০২৩ সালে ওয়ান ডে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে নিজের প্রথম ওয়ান ডে শতরান হাঁকিয়েছিলেন রাচিন রবীন্দ্র। এরপর থেকে মাত্র ১৩টি ইনিংস সময় নিয়েছেন নিজের পঞ্চম ওয়ান ডে সেঞ্চুরি হাঁকাতে। শিখর ধবন ১৫ ইনিংস সময় নিয়েছিলেন প্রথম পাঁচটি ওয়ান ডে সেঞ্চুরি পূরণ করতে। 

প্রথমে ব্যাট করে নিউজ়িল্যান্ড তুলল ৩৬২/৬। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যা রেকর্ড। দক্ষিণ আফ্রিকার হাতের মুঠো থেকে ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নিয়েছিল পাহাড়প্রমাণ রান বোর্ডে তুলেই। আইসিসি ওয়ান ডে টুর্নামেন্টের নক আউট পর্বে এটা তৃতীয় সর্বোচ্চ দলগত স্কোর। ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ৩৯৭/৪ তুলেছিল ভারত। সেটাই রেকর্ড। দুইয়ে রয়েছে ২০১৫ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিউজ়িল্যান্ডের তোলা ৩৯৩/৬। তারপরই বুধবারের স্কোর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক ম্যাচে সেঞ্চুরি করে এলিট তালিকায় ঢুকে পড়লেন রবীন্দ্র ও উইলিয়ামসন। তাঁদের আগে ভারতের বীরেন্দ্র সহবাগ ও সৌরভ গঙ্গোপাধ্যায় (২০০২), ক্রিস গেল ও ডোয়েন ব্র্যাভো (২০০৬), রিকি পন্টিং ও শ্যেন ওয়াটসন (২০০৯), শাকিব আল হাসান ও মাহমাদুল্লাহ (২০১৭) এবং চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজ়িল্যান্ডেরই উইল ইয়ং ও টম ল্যাথাম জোড়া সেঞ্চুরি করেছেন।

রান তাড়া করতে নেমে ডেভিড মিলার ঝোড়ো শতরান হাঁকালেও তা দলের কােনও কাজে আসেনি। দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয়ে যায় ৩১২/৯ রানেই। আগামী ৯ মার্চ রবিবার ভারত ও নিউজিল্যান্ড খেতাবি লড়াইয়ে খেলতে নামবে দুবাইয়ে।

আরও পড়ুন: স্মিথের অবসর থেকে শিক্ষা নিয়েই কি কেরিয়ারের চরম সিদ্ধান্ত নিয়ে নিলেন মুশফিকুর?