PM Modi : বিশ্ব ক্রিকেটে ফের নজির গড়ল ভারত। এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও এল টিম ইন্ডিয়ার হাতে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেল ভারত। দেশবাসীর কাছএ যা এক গৌরবের সময়। টিম ইন্ডিযার এই জয়ের পরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
কী বলেছেন প্রধানমন্ত্রী টিম ইন্ডিযার জয় নিয়ে এক্স-এ প্রধানমন্ত্রী লিখেছেন, “একটি ব্যতিক্রমী খেলা এবং একটি ব্যতিক্রমী ফলাফল! আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেশে আনার জন্য আমাদের ক্রিকেট দলের ওপর আমরা গর্বিত। এই টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছে ওরা। সবদিকে চমৎকার প্রদর্শনের জন্য আমাদের দলকে অভিনন্দন।"
দুবাইয়ে রবিবার ভারতের দিন শুরু হয়েছিল টস হারা দিয়ে। টানা ১২ ওয়ান ডে ম্যাচে টস হারলেন রোহিত। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন কিউয়ি অধিনায়ক মিচেল স্যান্টনার। ভারতের পেসাররার ব্যর্থ। তবে ভেল্কি দেখালেন স্পিনাররা। বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর পটেল ও রবীন্দ্র জাডেজা - চার স্পিনার মিলে ৩৮ ওভারে খরচ করলেন মাত্র ১৪৪ রান। তুলে নিলেন ৫ উইকেট। টস জিতে প্রথমে ব্যাটিং করে নিউজ়িল্যান্ড তুলেছিল ২৫১/৭। আধুনিক ক্রিকেটে ওয়ান ডে-তে যে রান জলভাত। যদিও দুবাইয়ে ছবিটা আলাদা। বল পড়ে থমকে ব্যাটে আসছে। স্পিনাররা ছড়ি ঘোরাচ্ছেন। এই উইকেটে শট খেলাই কঠিন। ক্রিকেট পণ্ডিতরা বুঝে গিয়েছিলেন, ২৫২ তাড়া করতে নেমে টিম ইন্ডিয়ার লড়াই সহজ হবে না।
জয়ের পথ সুগম হয়নিও। রোহিত শর্মা-শুভমন গিল শুরু করেছিলেন রাজকীয় ভঙ্গিতে। গোটা টুর্নামেন্টে বড় রান পাননি রোহিত। ফাইনালেই জ্বলে উঠলেন। ৪১ বলে হাফসেঞ্চুরি হিটম্যানের। ১৮.৪ ওভারে শুভমন যখন আউট হন, ভারতের স্কোর ১০৫।
কিন্তু পরের ৪৫ বলে মাত্র ১৭ রানে তিন উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে যায় ভারত। কিউয়ি স্পিনাররা প্রত্যাঘাত করেন। আস্কিং রেট ৬ ছাড়িয়ে গিয়েছিল। রোহিতের আগ্রাসী হাফসেঞ্চুরিও যেন ফিকে হয়ে যেত।
যদি না শেষ লগ্নে ব্যাট হাতে রুখে দাঁড়াতেন শ্রেয়স আইয়ার, অক্ষর পটেল, কে এল রাহুল, হার্দিক পাণ্ড্যরা। শ্রেয়স করলেন ৪৮। অক্ষর আউট হন ২৯ রান করে। ১৮ বলে ১৮ রানের কার্যকরী ইনিংস হার্দিকের। আর রাহুল ৩৩ বলে ৩৪ রানে অপরাজিত রইলেন। ৬ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নিল ভারত।
পাকিস্তান ছিল এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ। পাকিস্তান আয়োজিত টুর্নামেন্টে উড়ল ভারতের তেরঙ্গা। চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স রোহিতরা। ম্যাচের শেষে মাঠে স্টাম্প নিয়েই ডান্ডিয়া নাচলেন রোহিত-বিরাটরা। দিনের সেরা ছবি হয়ে রইল ভারতীয় ক্রিকেটারদের বাঁধভাঙা উচ্ছ্বাস।