দুবাই: আইসিসি ইভেন্টের ফাইনালে আরও একবার ব্য়র্থ হলেন বিরাট কোহলি। নিজের ৫৫০ তম আন্তর্জাতিক ম্য়াচ খেলতে নেমেছিলেন। ফর্ম নিয়েই নেমেছিলেন। শুধু ভয় ছিল স্পিনের বিরুদ্ধে কোহলির সাম্প্রতিক খারাপ ফর্ম। কথায় আছে না যেখনে বাঘের ভয়, সেখানেই সন্ধে হয়। ঠিক তেমনই হল। আইসিসি ফাইনালে গুরুত্বপূর্ণ সময়ে আরও একবার ব্যর্থ হলেন কোহলি। ২ বল খেলে মাত্র ১ রান করলেন। ব্রেসওয়েলের বলে লেগবিফোর হয়ে যান প্রাক্তন ভারত অধিনায়ক। রিভিউ নিয়েছিলেন। কিন্তু তা কোনও কাজে আসেনি। তবে এই প্রথম নয়। আইসিসি ইভেন্টে এর আগেও বারবার ব্যর্থ হয়েছেন বিরাট। এক নজরে দেখে নেওয়া যাক সেই তালিকাটা---

এখনও পর্যন্ত পাঁচটি আইসিসি ইভেন্টের ফাইনাল খেলেছেন বিরাট। মোট ঝুলিতে রান ১৩৮। মাত্র ২৭.৬০ গড়ে রান করেছেন। ফাইনালের মঞ্চে ব্যক্তিগত সর্বোচ্চ কোহলির ৫৪। ২০১১ সালে বিরাট ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে ৩৫ রান করেছিলেন। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৩ রানের ইনিংস খেলেছিলেন। এই দুটো ইনিংস যদিও ভারতের জয়ের পক্ষে গিয়েছে। 

২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত পাকিস্তানের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে হেরে গিয়েছিল। সেই ম্য়াচে মাত্র পাঁচ রান করে মহম্মদ আমিরের বলে আউট হয়ে গিয়েছিলেন বিরাট। ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫৪ রানের ইনিংস খেললেও সেই রানও কোনও কাজে আসেনি। সেই ইনিংসটিই আইসিসি ফাইনালে কোহলির ব্যক্তিগত সর্বোচ্চ। 

এদিকে, এদিন মাঠে নামতে নামতেই নতুন নজির গড়েন বিরাট। নিজের তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলতে নামলেন কোহলি। এমনকী দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে ৫৫০ আন্তর্জাতিক ম্য়াচ খেলে ফেললেন প্রাক্তন ভারত অধিনায়ক।বিরাটের আগে এই তালিকায় শুধু রয়েছেন সচিন তেন্ডুলকর। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ২৪ বছরের দীর্ঘ কেরিয়ারে মোট ৬৬৪টি ম্য়াচ খেলেছেন। ২০১৩ সালে অবসর নিয়েছিলেন মাস্টার ব্লাস্টার। ততদিনে ২০০ টেস্ট, ৪৬৩টি ওয়ান ডে ও একটি টি-টোয়েন্টি ম্য়াচ খেলে ফেলেছেন সচিন। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে বিরাট কোহলি ১২৩টি টেস্ট খেলেছেন। ওয়ান ডে ফর্ম্য়াটে ৩০২টি ম্য়াচ ও ৯৮টি টি-টোয়েন্টি ম্য়াচ খেলেছেন এখনও পর্যন্ত। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। তিনি ৯০টি টেস্ট, ৩৫০টি ওয়ান ডে ও ৯৮টি টি-টোয়েন্টি খেলেছেন।