মুম্বই: ভারতীয় ক্রিকেটের (Indian Cricket Team) ঐতিহাসিক দিন। ২৫ জুন, ১৯৮৩। যেদিন কপিল দেবের (Kapil Dev) নেতৃত্বে ভারত তাদের প্রথম বিশ্বকাপ জিতেছিল। ৪২ বছর পূর্ণ হল বুধবার। ভারতীয় দল ২ বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল। মোহিন্দর অমরনাথ ফাইনালের নায়ক ছিলেন, যিনি ১২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন এবং ২৬ রান করেছিলেন। কিন্তু অনেকেই জানেন না যে, সেই রাতে ভারতীয় খেলোয়াড়রা একটি কঠিন পরিস্থিতিতেও পড়েছিলেন। সেই রাতে কী ঘটেছিল, সেটা জানানোর জন্যই এই প্রতিবেদন।
১৯৮৩ বিশ্বকাপ শুরু হয়েছিল ৯ জুন থেকে, সেই দিন মোট ৪টি ম্যাচ খেলা হয়েছিল এবং ভারত প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বুঝিয়ে দিয়েছিল যে, তারা খেতাবের অন্যতম দাবিদার। যদিও টুর্নামেন্ট শুরুর আগে ভারতকে দুর্বল দল হিসেবে ধরা হচ্ছিল, যেখানে ওয়েস্ট ইন্ডিজ সেই সময়ের সবচেয়ে ভয়ঙ্কর দল ছিল। এরপর ভারত জিম্বাবোয়েকে হারায় এবং পরে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়।
ওয়েস্ট ইন্ডিজও প্রতিশোধ নেয় এবং ১৫ জুন একটি গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতকে ৬৬ রানে হারায়। ভারত এরপর জিম্বাবোয়েকে হারায় এবং সেমিফাইনালের আগে অস্ট্রেলিয়ার কাছে খুব বাজেভাবে হারে। সেমিফাইনালে ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়।
১৯৮৩ বিশ্বকাপ ফাইনালে কী হয়েছিল
ওয়েস্ট ইন্ডিজ টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। সুনীল গাওস্কর সেই সময় সবচেয়ে নামী ব্যাটার ছিলেন। কিন্তু তিনি ২ রান করে আউট হয়ে যান। ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত (৩৮), কপিল দেব ১৫ রান করেন। মোহিন্দর অমরনাথ ২৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ভারত ১৮৩ রানে অল আউট হয়ে যায়। মনে হয়েছিল, ওয়েস্ট ইন্ডিজ় সহজেই এই রান তুলে নেবে, কিন্তু তা হয়নি এবং ওয়েস্ট ইন্ডিজ় ১৪০ রানে অল আউট হয়ে যায়। ভারত ইতিহাস গড়ে এবং ৪৩ রানে জয়লাভ করে প্রথম বিশ্বকাপ জেতে।
পুলিশের খপ্পরে?
শোনা যায়, জয়ের আনন্দ উদযাপন করতে গিয়ে এতটাই আত্মহারা হয়ে পড়েছিলেন ভারতীয় ক্রিকেটারেরা যে, তাঁরা ডিনার করতে পারেননি। যখন খেতে যান, ডিনার কাউন্টার বন্ধ হয়ে গিয়েছিল। তাঁদের বার্গার খেয়ে রাত কাটাতে হয়েছিল।
তারপরেও খেলোয়াড়দের একটি সমস্যার সম্মুখীন হতে হয়। লন্ডন পুলিশ সময়সীমা বেঁধে রেখেছিল যে, একজন ড্রাইভার কতক্ষণ গাড়ি চালাতে পারেন, ভারতীয় খেলোয়াড়রা যে গাড়িতে ছিলেন সেই ড্রাইভারের সময় শেষ হয়ে গিয়েছিল। তা সত্ত্বেও তিনি গাড়ি চালাচ্ছিলেন। একটি চেকপয়েন্টে ড্রাইভারকে ধরে ফেলা হয়। ভারতীয় খেলোয়াড়রা জানান যে, তাঁরা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপ জিতেছেন। পুলিশ কর্তারা সেটা শুনে তাঁদের অটোগ্রাফ নেন। কিন্তু চালান কাটেন এবং জরিমানাও করেন। যদিও জানা যায়নি যে, জরিমানার টাকা কে দিয়েছিলেন।
শোনা যায় যে, কিছু পাকিস্তানি ক্রিকেটারও ভারতীয় প্লেয়ারদের সঙ্গে উৎসবে যোগ দিয়েছিলেন। খেলোয়াড়রা পাব-এ গিয়েছিলেন, তাঁদের মধ্যে কপিল দেবের চিন্তা ছিল যে, এত টাকার বিল কীভাবে দেবেন, কে দেবেন। কিন্তু শোনা যায় যে, একজন ধনী ভারতীয় ভক্ত সেই রাতে বিল মিটিয়েছিলেন।