দুবাই: এ বছরের শেষের দিকে ভারতেই ৫০ ওভারের বিশ্বকাপের (ICC WC 2023) আসর বসতে চলেছে। তার আগে আজ দুর্দান্তভাবে আইসিসি বিশ্বকাপ ট্রফির লঞ্চ হল, তাও একেবারে স্ট্র্যাটোস্ফিয়ারে। পৃথিবীর থেকে ১২০ হাজার ফিট ওপরেই বিশ্বকাপ ট্রফিটি লঞ্চ হয়, যা শেষমেশ আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এসে নামে। একটি স্ট্র্যাটোস্ফিয়ারিক বেলুনের সাহায্যেই বিশ্বকাপের ট্রফিটিকে এত উঁচুতে পাঠানো হয়েছিল।
এর আগে এমন ঘটনার সাক্ষী থাকেননি। এবারই বিশ্বকাপ ট্রফি স্ট্র্যাটোস্ফিয়ারে পাঠিয়ে নতুন ইতিহাস রচনা করল আইসিসি। কাল ২৭ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ ট্রফির ট্যুর। বিশ্বকাপ ট্রফিটি ভারতসহ বিশ্বের ১৮টি দেশে ভ্রমণ করবে। এই দেশগুলির মধ্যে কুয়েত, আমেরিকা যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, উগান্ডা, ইতালি, ফ্রান্সের মতো দেশগুলি রয়েছে। এই ট্রফি ট্যুর বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রিকেট সমর্থকদের বিশ্বকাপ ট্রফিকে একেবারে কাছ থেকে দেখার সুযোগ করে দেবে।
এই বিষয়ে কথা বলতে গিয়ে আইসিসি সিইও জিওফ অ্যালেডাইস বলেন, 'এ বারেই সর্বকালের সবচেয়ে বড় বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে। তার আগে এই বিশ্বকাপ ট্রফি ট্যুরটা ভীষণই গুরুত্বপূর্ণ এক মাইলফলক। এই ট্যুরের মাধ্যমে আইসিসি ট্রফিটি বিভিন্ন রাজধানীতে যাবে, বিভিন্ন সামাজিক কাজকর্মে অংশগ্রহণ করবে এবং খেলার উন্নতির জন্য নেওয়া না না উদ্যোগেও সামিল হবে। ক্রিকেটের কোটি কোটি সমর্থক রয়েছে এবং আমরা চাই যত বেশি সম্ভব সমর্থকরা এই ট্রফিটির সান্নিধ্য আসার সুযোগ পাক।'
বিশ্বকাপের সূচি এখনও ঘোষণা হয়নি। তবে সূত্রের খবর, ইডেন গার্ডেন্স বিশ্বকাপের একটি সেমিফাইনাল পেতে পারে। এমনকী আরেকটি সেমিফাইনাল ম্যাচ আয়োজিত হতে পারে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। আগামী অক্টোবরে ভারতের মাটিতে বসতে চলেছে বিশ্বকাপের আসর। ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে বিশ্বকাপের আসর। চলবে ১৯ জুলাই পর্যন্ত। ১৯৮৭ সালে বিশ্বকাপের আসর বসেছিল ভারতে। সেই বিশ্বকাপে ইডেনের মাটিতে শেষবার সেমিফাইনাল আয়োজিত হয়েছিল। অন্যদিকে মুম্বইয়ের ওয়াংখেড়ে ২০১১ বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজন করেছিল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: চুলের বৃদ্ধিতে সাহায্য করে কোন কোন বাদাম? কীভাবেই বা করে উপকার?