মাসাই মারা: বর্তমানে ভারতীয় দলের খেলা নেই। ঘরোয়া ক্রিকেট মরশুমও এখনও শুরু হয়নি। এই সুযোগেই ভারতীয় ক্রিকেটাররা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছুটি কাটাচ্ছেন। ছুটি কাটাতে ব্যস্ত সচিন তেন্ডুলকরও (Sachin Tendulkar)। সপরিবারে ভারতীয় কিংবদন্তি কেনিয়ার মাসাই মারাতে ছুটি কাটাচ্ছন।
ছুটি কাটাতে ব্যস্ত সচিন
মাসাই মারা অভয়ারণ্য সিংহ, চিতা এবং আফ্রিকান হাতির জন্য বিখ্যাত। সেখানেই বর্তমানে স্ত্রী অঞ্জলি এবং কন্যা সারা তেন্ডুলকরের (Sara Tendulkar) সঙ্গে ছুটি কাটাচ্ছেন সচিন। নিজের ছুটি কাটানোর মাঝেই না না মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোডও করেছেন সচিন। সেখানে সচিনকে কন্যা ও স্ত্রীয়ের সঙ্গে জঙ্গল সাফারি করতে দেখা যাছে। সেই ছবির ক্যাপশনে সচিন লেখেন, 'মাসাই মারাতে পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্ত।' প্রসঙ্গত, সচিন কিন্তু এই সফরেই ওই অঞ্চলের মাসাই জনগোষ্ঠীর লোকেদের সঙ্গেও কথা বলেন। এই জনগোষ্ঠীর নাম থেকেই মাসাই মারা নামকরণটি করা হয়েছে।
রাহুলের চোট
বর্তমানে ভারতীয় দলের একাধিক তারকা চোট আঘাতের কবলে। যশপ্রীত বুমরা, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, কেএল রাহুলরা (KL Rahul) সকলেই কোনও না কোন চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন। সকলেই বর্তমানে কিন্তু জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজেদের রিহ্যাব চালাচ্ছেন। এদের মধ্যে বুমরা আয়ারল্য়ান্ড সিরিজে এবং শ্রেয়স আইয়ার এশিয়া কাপের (Asia Cup 2023) সময় জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটাতে পারেন বলে শোনা যাচ্ছে। তবে রাহুলের মাঠে ফেরা নিয়ে ধোঁয়াশা অব্যাহত।
৩১ অগাস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত হবে এশিয়া কাপ (Asia Cup)। পাকিস্তান ক্রিকেট বোর্ডের দাবি মেনেই হাইব্রিড মডেলেই এই টুর্নামেন্ট আয়োজনের কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। খবর অনুযায়ী, এশিয়া কাপেও রাহুল চোট সারিয়ে মাঠে ফিরতে পারেবন না। আইপিএলের মাঝপথেই চোট পান রাহুল। তারপর লন্ডনে তাঁর অস্ত্রোপ্রচার। সেই অস্ত্রোপ্রচারের পর বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তিনি রিহ্যাব চালাচ্ছেন। শোনা যাচ্ছে রাহুলের চোট সারাতে আরও খানিকটা সময় লাগবে। পন্থের চোট পাওয়ার পর থেকেই ওয়ান ডে ফর্ম্যাটে রাহুল কিপার-ব্যাটার হিসাবে খেলে আসছেন। তবে তাঁর চোটে কাকে এশিয়া কাপে দস্তানা হাতে উইকেটে পিছনে দেখা যাবে সেই নিয়ে প্রশ্ন থাকছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: চুলের বৃদ্ধিতে সাহায্য করে কোন কোন বাদাম? কীভাবেই বা করে উপকার?