দুবাই: শ্রীলঙ্কার বিরুদ্ধে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে প্রথম ওয়ান ডেতে অনবদ্য শতরান হাঁকান বিরাট কোহলি (Virat Kohli) ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit sharma) শতরান হাতছাড়া করলেও ৮৩ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই দুই সিনিয়র তারকা দুর্দান্ত ইনিংসের সুফল পেয়ে গেলেন। আইসিসির সদ্য প্রকাশিত ব়্যাঙ্কিংয়ে (ICC ODI Rankings) বিরাট ও রোহিত, উভয়েই উন্নতি করলেন। দুই তারকা ব্যাটারের পাশাপাশি ভারতীয় বোলার মহম্মদ সিরাজও ব়্যাঙ্কিংয়ে এগোলেন।


ভারতীয় ত্রয়ীর উন্নতি


প্রথম ওয়ান ডেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১১৩ রানের ইনিংস খেলেন বিরাট। এই ইনিংসের সুবাদেই সদ্য প্রকাশিত ব়্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় দুই ধাপ উপরে উঠে এলেন কোহলি। আইসিসির বিচারে ওয়ান ডে ব্যাটারদের তালিকায় কোহলি বর্তমানে ছয় নম্বরে রয়েছেন। প্রসঙ্গত, বাংলাদেশের বিরুদ্ধে ২০২২ সালে নিজের শেষ ওয়ান ডে ইনিংসেও শতরান করেছিলেন 'কিংগ কোহলি'। রোহিতও ব্যাটারদের তালিকায় প্রথম দশে ছিলেনই। তিনি ৮৩ রানের ইনিংসের সুবাদে একধাপ এগিয়ে আট নম্বরে জায়গা করে নিলেন।


শ্রীলঙ্কা প্রথম ওয়ান ডেতে পরাজিত হলেও, প্রতিকূল পরিস্থিতিতে অনবদ্য অপরাজিত শতরান করেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। সেই ইনিংসের সুবাদেই এক ধাক্কায় ২০ ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় ৬১ নম্বরে রয়েছেন দাসুন। বোলারদের মধ্যে মহম্মদ সিরাজ প্রথম ওয়ান ডেতে নিজের বোলিংয়ের দ্বারা প্রভাবিত করেন। তিনি চার ধাপ এগিয়ে বর্তমানে আইসিসির বিচারে বোলারদের তালিকায় ১৮ নম্বরে রয়েছেন। প্রসঙ্গত, টি-টোয়েন্টি ব্য়াটারদের তালিকায় সূর্যকুমার যাদব এক নম্বরে নিজের স্থান ধরে রেখেছেন।


সচিনের পাশে বিরাট


এর আগেই বিরাট শ্রীলঙ্কার বিরুদ্ধে আটটি সেঞ্চুরি করেছিলেন। ৯০-র অধিক স্ট্রাইক রেট ও ৬০-র গড়ে রান ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে। নিজের সেই অসাধারণ রেকর্ড অব্যাহত রাখলেন 'কিংগ কোহলি'। মঙ্গলবার শতরানের ফলে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) কৃতিত্বেও ভাগ বসালেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। এতদিন পর্যন্ত সচিনই এককভাবে ঘরের মাঠে ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ ২০টি শতরান করেছিলেন। আজকের এই শতরানে কোহলিও ভারতের মাটিতে ২০তম শতরান করে ফেললেন। তবে আরেকটি রেকর্ড হাতছাড়া হল বিরাটের। 


এই ইনিংসে ১৮০ রান করলে বিরাট আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে পাঁচ সর্বাধিক রান করা ব্যাটারদের তালিকায় জায়গা করে নিতেন। কিন্তু ১১৩ রানে আউট হওয়ায় সেটা আর হল না। প্রসঙ্গত, নিজের ইনিংসে দুইটি জীবনদান পান বিরাট কোহলি। প্রথমে কিপার কুশল মেন্ডিস তাঁর ক্যাচ মিস করেন এবং কভারে দাসুন শানাকাও দ্বিতীয়বার আবারও তাঁর ক্যাচ ফেলে দেন। এই দুই ভুলেরই খেসারত দিতে হল দ্বীপরাষ্ট্রকে। 


আরও পড়ুন: বিরাটের ব্যাটিং বিক্রম দেখে মুগ্ধ সৌরভ, বড় রানের ম্যাচ ইডেনেও