দুবাই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে চোখধাঁধানো ফর্মে ছিলেন শুভমন গিল (Shubman Gill)। তিন ম্যাচের সিরিজে একটি শতরান, একটি দ্বিশতরানসহ মোট ৩৬০ রান করেন ভারতীয় ওপেনার। তিন ম্যাচের সিরিজে বাবর আজমের সঙ্গে যুগ্মভাবে এটি সর্বকালের সর্বোচ্চ রান। এই দুরন্ত ফর্মের সুফল সদ্য প্রকাশিত আইসিসি ব়্য়াঙ্কিংয়েও (ICC ODI Rankings) পেলেন গিল। তিনি ওয়ান ডে ব্যাটারদের তালিকায় এক লাফে ২০ ধাপ এগোলেন।
প্রথম দশে শুভমন
ওয়ান ডেতে ২১ ম্যাচ খেলে গিল ৭৩.৭৬-র গড়ে ১২৫৪ রান করেছেন। তিনি চারটি শতরানের পাশাপাশি পাঁচটি অর্ধশতরানও হাঁকিয়েছেন। নতুন বছরটা গিল দুরন্ত ফর্মে শুরু করেছেন। এর ফলে আইসিসির বিচারে ওয়ান ডে ব্যাটারদের তালিকায় ভারতীয় ওপেনার প্রথম দশে জায়গা করে নিলেন। ২০ ধাপ এগিয়ে কেরিয়ারের সেরা ছয় নম্বরে উঠে এলেন গিল। ভারতীয় দলের দুই তারকা ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মাকেও পিছনে ফেলে দিয়েছেন গিল। বর্তমানে গিলের পরেই ব়্যাঙ্কিংয়ে সাত নম্বরে রয়েছেন বিরাট। কিউয়িদের বিরুদ্ধে শেষ ওয়ান ডেতে শতরান হাঁকানো রোহিত শর্মা ও দুই ধাপ এগিয়ে যুগ্মভাবে ওয়ান ডে ব্যাটারদের তালিকায় আট নম্বরে রয়েছেন।
শীর্ষে সিরাজ
চোটের কারণে দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে রয়েছেন ভারতের তারকা বোলার যশপ্রীত বুমরা। তবে বুমরার অনুপস্থিতিতেও একের পর এক সিরিজ জিতেছে ভারতীয় দল। সাম্প্রতিক সময়ে ভারতের এই অভাবনীয় সাফল্যের পিছনে বল হাতে মহম্মদ সিরাজের (Mohammed Siraj) ভূমিকা অনস্বীকার্য। গত বছর থেকে এখনও পর্যন্ত আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে সিরাজই সর্বাধিক উইকেট নিয়েছেন। দুরন্ত পারফরম্যান্সের সুফলও পেলেন ভারতের তারকা বোলার।
সদ্য প্রকাশিত আইসিসি ব়্যাঙ্কিংয়ে (ICC ODI Rankings) জস হ্যাজেলউডকে সরিয়ে এক নম্বর বোলারের স্থান দখল করে নিলেন মহম্মদ সিরাজ। ২৮ বছর বয়সি ভারতীয় তারকা তিন বছর পর গত ফেব্রুয়ারিতেই ভারতের সীমিত ওভারের দলে প্রত্যাবর্তন ঘটান। তারপর থেকে ২০টি ম্যাচে ৩৭টি উইকেট নিয়েছেন সিরাজ। এই দুরন্ত পারফরম্যান্সের সুবাদেই ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করলেন সিরাজ।
সিরাজের দখলে বর্তমানে ৭২৯ রেটিং পয়েন্ট রয়েছে। তবে তাঁর ও দ্বিতীয় স্থানে থাক জস হ্যাজেলউডের মধ্যে রেটিং পয়েন্টের পার্থক্য মাত্র দুই। প্রসঙ্গত, গতকালই সিরাজ আইসিসির বর্ষসেরা ওয়ান ডে একাদশে সুযোগ পান। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ব়্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছনোর সুখবর পেলেন ভারতীয় তারকা।
আরও পড়ুন: ফিলিপ্সের ক্যাচ ধরে মাঠের মাঝেই নেচে উঠলেন কোহলি, ভাইরাল হল ছবি