ইনদওর: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৯০ রানের বড় ব্যবধানে তৃতীয় ওয়ান ডে ম্যাচ জিতে নিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। কিউয়িদের ৩-০ হোয়াইটওয়াশ করেছে টিম ইন্ডিয়া। ৪৫ রানের বিনিময়ে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন শার্দুল ঠাকুর। ম্যাচে ব্যাট হাতে বিরাট কোহলি (Virat Kohli)   খুব বড় রান না করতে পারেলও ফিল্ডিংয়ের সময় কোহলির এক কর্মকাণ্ড সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।


কোহলির নাচ


কোহলির নাচপ্রীতি নিয়ে নতুন করে কিছু বলার থাকে না। একাধিকবার মাঠের মাঝেও কোহলিকে নাচে মাততে দেখা গিয়েছে। ইনদওরে তৃতীয় ওয়ান ডে ম্যাচেও একইরকম দৃশ্যের সাক্ষী থাকলেন সমর্থকরা। ম্যাচের ২৮তম ওভারের চতুর্থ বলে শার্দুল ঠাকুরের বিরুদ্ধে বড় শট মারতে গিয়ে কোহিলর হাতে ক্যাচ দিয় বসেন কিউয়ি তারকা গ্লেন ফিলিপ্স। কিউয়ি মিডল অর্ডার ব্যাটারের আগ্রাসী ব্যাটিং করার দক্ষতার সঙ্গে সকলেই পরিচিত। তাই ফিলিপ্স সাজঘরে ফিরতে স্বাভাবিকভাবেই ভারতীয় দল বেশ আনন্দিতই হয়। আনন্দে কোহলিকে মাঠের মাঝেই নাচতে দেখা যায়।


 






সাফল্যের রহস্যভেদ


ভারত-নিউজিল্যান্ডের তৃতীয় ওয়ান ডে ম্যাচে (IND vs NZ 3rd ODI) ব্যাটাররাই ম্যাচের সিংহভাগ সময় দাপট দেখান। তবে ব্যাটারদের দাপটের মাঝেও ৪৫ রানের বিনিময়ে তিন উইকেট নেওয়ায় ম্যাচ সেরার পুরস্কারটা পান ভারতের তারকা অলরাউন্ডার শার্দুল ঠাকুর (Shardul Thakur)। গুরুত্বপূর্ণ সময়ে দুরন্ত স্পেলে ভারতকে ম্যাচ জেতানোর জন্য শার্দুলকে প্রশংসায় ভরিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। কোন জাদুবলে চাপের মুখে বারংবার দুরন্ত পারফর্ম করেন শার্দুল?


শার্দুল বলেন, 'ম্যাচে ব্যাটাররা কোনও না কোনও সময় তো বোলারের বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাটিং করবেই। সেই ভেবে খুব বেশি চাপ নেওয়ার কোনও অর্থ হয় না। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে পরিকল্পনা নিয়ে বল করা প্রয়োজন, আমি ঠিক সেইমতোই করি। ম্যাচে যে কোনও পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য আমাদের আগে থেকেই মানসিকভাবে তৈরি থাকাটা প্রয়োজনীয়, তা সে ব্যাট করতে নেমেই হোক বা বোলিংয়ের সময়। বর্তমানে দিনের খেলাটা ব্যাটিং নির্ভর। সকলেই তো ব্যাট করতে পছন্দ করেন।'


আরও পড়ুন: কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যামে মিক্সড ডাবলসের ফাইনালে সানিয়া