নয়াদিল্লি: ইতিমধ্যেই ৫০ ওভারের বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) সূচি ঘোষণা হয়ে গিয়েছে। ৫ অক্টোবর গত বারের দুই ফাইনালিস্ট, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডর ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে। ভারতের প্রথম ম্যাচ ৮ অক্টোবর চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ১২ বছর পর ফের একবার ভারতের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপের আসর বসতে চলেছে। শেষবার ২০১১ সালে ভারতে আয়োজিত বিশ্বকাপে খেতাব টিম ইন্ডিয়াই জিতেছিল। সেই দলের অঙ্গ ছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ফের একবার ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত কোহলি।
কোন স্টেডিয়ামে খেলতে নামার জন্য সবথেকে মুখিয়ে রয়েছেন ভারতের তারকা ক্রিকেটার? কোহলি বলেন, 'ব্যক্তিগতভাবে এই বিশ্বকাপে আমি মুম্বইতে ম্যাচ খেলার জন্য মুখিয়ে রয়েছি। ওই পরিবেশে খেলাটা দারুণ হবে। ঘরের মাটিতে বিশ্বকাপ খেলার অনুভূতিটা আমি বুঝি। তাই আসন্ন বিশ্বকাপের জন্য সমর্থকরা ঠিক কতটা মুখিয়ে রয়েছেন সেই বিষয়ে আমি অবগত।'
ঘরের মাটিতে গত বিশ্বকাপের সময় কোহলি একজন তরুণ ক্রিকেটার ছিলেন। বর্তমানে তিনি প্রাক্তন ভারতীয় অধিনায়ক, ২৫০টির অধিক ওয়ান ডে ম্যাচও খেলে ফেলেছেন। তাঁর ওপর এ বছরের বিশ্বকাপে ভারতের ভাল পারফর্ম করাটা অনেকটাই নির্ভরশীল। অতীতের স্মৃতিচারণা করে বিরাট জানান, 'সেই সময় (২০১১ বিশ্বকাপের সময়) আমার বয়স অনেকটাই কম ছিল। তবে সিনিয়ারদের কাছে ওই বিশ্বকাপ জয়টার অর্থ ঠিক কী ছিল, তা আমি চাক্ষুষ করেছি। ওদের অনুভূতিটা আমি বুঝতে পারছি। ঘরের মাঠে বিশ্বকাপ খেলার অনুভূতিটাই আলাদা।'
ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা অবশ্য সেই বিশ্বকাপ দলের অংশ ছিলেন না। তাই ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে তিনিও কিন্তু মুখিয়ে রয়েছেন। রোহিত বলেন, 'ঘরের মাঠে বিশ্বকাপ খেলার জন্য আমি মুখিয়ে আছি। এক দারুণ অভিজ্ঞতা হতে চলেছে। ১২ বছর আগে এখানেই তো ভারতীয় দল খেতাব জিতেছিল এবং আমি জানি গোটা দেশের জনগণ আমাদের মাঠে নামার অপেক্ষায় রয়েছেন। আমি নিশ্চিত এই বিশ্বকাপে হাড্ডাহাড্ডি লড়াই হবে কারণ খেলার গতি অনেকটাই বেড়েছে এবং সব দলই অতীতের থেকে এখন অনেক বেশি ইতিবাচক ক্রিকেট খেলে। এটা কিন্তু গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের জন্যই দারুণ সুখবর। আশা করা যায়, সকলেই এই বিশ্বকাপে বেশ কিছু রোমাঞ্চকর মুহূর্তের সাক্ষী থাকবেন। আমরা ভালভাবে প্রস্তুতি সেরে অক্টোবর, নভেম্বর মাসে নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: বুদ্ধিতে মানুষের সঙ্গে পাল্লা দেবে এই পাঁচ প্রাণী, কারা রয়েছে তালিকায়?