দুবাই: গত বছরটা অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সের (Pat Cummins) জন্য স্বপ্নের মতো কেটেছিল বললেও কম বলা হবে। বিশ্বকাপ জয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জয়, অ্যাসেজ় জয়, পাকিস্তানকে ঘরের মাঠে টেস্ট সিরিজ়ে হারানো, সবটাই গত বছর অস্ট্রেলিয়া প্যাট কামিন্সের নেতৃত্বেই করেছিল। বছরের শেষটাও তাঁর দুরন্তভাবে হল। আইসিসির বিচারে ডিসেম্বর মাসের সেরা পুরুষ খেলোয়াড় (ICC Player of the Month) নির্বাচিত হলেন প্যাট কামিন্স।
অপরদিকে, দীপ্তি শর্মা (Deepti Sharma) তিন ফর্ম্যাটেই অনবদ্য পারফর্ম করার জন্য প্রথমবার মহিলাদের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন। ভারতের মহিলা দলের হয়ে ডিসেম্বর মাসে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত পারফর্ম করেছিলেন দীপ্তি। দুই টেস্টে ব্যাট হাতে ৫৫ গড়ে ১৬৫ রান করেছেন তিনি। বল হাতে নিয়েছেন ১১ উইকেট।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে পাঁচ উইকেট নেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে তিনি মাত্র ৫.৮৮ ইকোনমিতে বল করেন। তারই পুরস্কার পেলেন তিনি। দৌড়ে থাকা সতীর্থ জেমাইমা রডরিগেজ এবং প্রিসিয়াস মারাঙ্গেকে হারিয়ে এই সেরার পুরস্কার জিতলেন দীপ্তি। মাসসেরা হয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত দীপ্তি।
তিনি বলেন, 'ডিসেম্বর মাসে আইসিসির বিচারে সেরা মহিলা ক্রিকেটারের পুরস্কার পাওয়াটা আমার কাছে অত্যন্ত গর্বের। আমি বর্তমানে নিজের খেলাটা উপভোগ করছি এবং শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে আমার পারফরম্যান্সেও তার প্রভাব পড়েছে। ভবিষ্যতেও যাতে আমি এমন আরও পুরস্কার পেতে পারি, তার জন্য এভাবেই ধারাবাহিকভাবে পারফর্ম করে যেতে চাই। বিশ্বের সকল প্রান্তের সমর্থকরা মিলে এই পুরস্কারের জন্য আমায় নির্বাচিত করায় এই পুরস্কারটা আমার জন্য বিশেষশ তাৎপর্যপূর্ণ। আমি এই পুরস্কার জিততে সাহায্য করায় ওদের এবং আমার সতীর্থদের কৃতজ্ঞতা জানাতে চাই।'
কামিন্স ডিসেম্বরে নেতৃত্বের পাশাপাশি বল হাতেও পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে নজর কাড়েন। বক্সিং ডে টেস্টে ১০ উইকেট নিয়ে দলের জয় সুনিশ্চিত করেন তিনি। দুর্দান্ত বছরের জন্য কামিন্সকে আইসিসির বিচারে বর্ষসেরা খেলোয়াড় হওয়ার পুরস্কার স্যর গারফিল্ড সোবার্স অ্যাওয়ার্ডের জন্যও মনোনীত করা হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: টানা ২ ম্যাচে অর্ধশতরান, শিবমের মধ্যে যুবির ছায়া দেখছেন প্রাক্তন ভারতীয় ওপেনার