দুবাই: এক সেঞ্চুরিতেই তিনি ফের রাজা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) পাকিস্তানের বিরুদ্ধে তাঁর সেঞ্চুরি দেখে ফের জয়োধ্বনি উঠছে। বলাবলি হচ্ছে, কিংগ কোহলির প্রত্যাবর্তন। তিনি, বিরাট কোহলি (Virat Kohli)। এবার আইসিসি ওয়ান ডে ব়্যাঙ্কিংয়েও বিরাট প্রাপ্তি কোহলির। ব্যাটারদের তালিকায় তিনি উঠে এলেন প্রথম পাঁচে। নিউজ়িল্যান্ডের ডারিল মিচেলকে টপকে।
বুধবার, ২৬ ফেব্রুয়ারি যে ব়্যাঙ্কিং প্রকাশিত হয়েছে, সেখানে শীর্ষে ভারতেরই শুভমন গিল । যিনি গত সপ্তাহেই বাবর আজমের সিংহাসন কেড়ে নিয়ে শীর্ষে উঠে এসেছিলেন । কোহলি গত সপ্তাহে ছিলেন ৬ নম্বরে । চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে । তবে ছন্দে ফেরার পুরস্কার পেলেন কোহলি । দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে সফলভাবে রান তাড়া করে ম্যাচ জিতেছিল ভারত । ১১১ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন কোহলি। তারপরই ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে এক ধাপ ওপরে উঠে এলেন ।
বাবর আজমের সঙ্গে পয়েন্টের ফারাক আরও বাড়িয়েছেন শুভমন। বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধেও সাবলীল ৪৬ রানের ইনিংস খেলেছিলেন ভারতীয় দলের সহ অধিনায়ক। ব্যাট হাতে তাঁর সোনার দৌড় চলছে। আপাতত ৮১৭ পয়েন্ট রয়েছে শুভমনের ঝুলিতে। দুইয়ে থাকা বাবরের চেয়ে ৪৭ পয়েন্টে এগিয়ে রয়েছেন তিনি। তিন নম্বরে রয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বাবর এবং রোহিতের পয়েন্ট সমান। সব মিলিয়ে আইসিসি ওয়া ডে ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে প্রথম পাঁচে ভারতেরই তিনজন।
আরও পড়ুন: শুধু জ়িম্বাবোয়ের বিরুদ্ধে রান করেন! বিপর্যয়ের পর বেনজির আক্রমণের মুখে বাবর আজম
১. শুভমন গিল (ভারত) - ৮১৭ পয়েন্ট
২. বাবর আজম (পাকিস্তান) - ৭৫৭ পয়েন্ট
৩. রোহিত শর্মা (ভারত) - ৭৫৭ পয়েন্ট
৪. হেনরিখ ক্লাসেন (দক্ষিণ আফ্রিকা) - ৭৪৩ পয়েন্ট
৫. বিরাট কোহলি (ভারত) - ৭৪৩ পয়েন্ট
২ ধাপ ওপরে উঠে প্রথম পনেরোয় প্রবেশ করেছেন কে এল রাহুল। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে জায়গা পাকা করে নিয়েছে ভারত। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ হয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র নিয়মরক্ষার।
আরও পড়ুন: এত কলা বাঁদরেও খায় না! বাবর-রিজওয়ানদের বিদ্রুপে ভরিয়ে দিলেন তাঁদের দেশেরই কিংবদন্তি