মুম্বই: টি-টোয়েন্টি আন্তর্জাতিক ফর্ম্য়াটে দেশের জার্সিতে দুরন্ত পারফরম্য়ান্স করেই চলেছেন তিলক ভার্মা (Tilak Verma)। তৃতীয় টি-টোয়েন্টিতে বড় রান না পেলেও তার আগের চারটি ম্য়াচেই অপরাজিত ছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তো ম্যাচ জেতানো অপরাজিত ৭২ রানের ইনিংস খেলেছিলেন। এবার আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন তিলক। তিনি ছাপিয়ে গিয়েছেন ইংল্য়ান্ডের উইকেট কিপার ব্যাটার ফিল সল্টকে (Phil Salt)। এখন তিলকের আগে শুধু রয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড (Travis Head)।
কুড়ির ফর্ম্য়াটে দেশের জার্সিতে তিন নম্বর স্লটে নিজের জায়গা প্রায় পাকা করে ফেলেছেন তিলক ভার্মা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫৫ বলে ৭২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। রান তাড়া করতে নেমেছিল ভারতীয় দল। শেষ ওভারে রবি বিষ্ণোইকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করেন তিলক। রাজকোটে ১৮ রানের ইনিংস খেলেছিলেন। ভাল শুরু করেও শেষ পর্যন্ত আদিল রাশিদের শিকার হয়ে ফিরতে হয় প্যাভিলিয়ন।
আইসিসির নতুন টি-টোয়েন্টি ব্যাটারদের যে তালিকা প্রকাশ করেছে, সেখানে দেখা যাচ্ছে ৮৩২ পয়েন্ট ঝুলিতে পুরেছেন তিলক। ট্রাভিস হেড শীর্ষে আছেন ৮৫৫ পয়েন্ট নিয়ে। অর্থাৎ তিলকের থেকে ২৩ পয়েন্ট বেশি। ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি দুটো টি-টোয়েন্টিতে ভাল পারফর্ম করে তিলকের সামনে সুবর্ণ সুযোগ রয়েছে হেডকে ছাপিয়ে শীর্ষে উঠে যাওয়ার।
ভারতের জয়ের হ্যাটট্রিক আটকে দিল ইংল্যান্ড
৫ ম্যাচের টি২০ সিরিজ। প্রথম দু'টোতেই হারতে হয়েছে ইংল্যান্ডকে। কাজেই, এটা ছিল তাদের কাছে মরণ-বাঁচন ম্যাচ। ভারত এই ম্যাচে জিতলেই সিরিজ জয় হয়ে যেত। কিন্তু, এদিন রাজকোটে রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে ২৬ রানে হারিয়ে দেয় ইংল্যান্ড। টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। ২০ ওভারে ৯ উইকেটে ১৭১ রান তোলেন ব্রিটিশরা। অর্ধ শতরান করেন বেন ডাকেট। অন্যদিকে, ভারতীয় বোলিং সাইডে নজর কাড়েন বরুণ চক্রবর্তী। দলের হয়ে ৫ উইকেট তুলে নেন তিনি।
১৭২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। শুরুটা ভালোই করেছিলেন ভারতীয় ব্যাটাররা। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট তুলতে থাকেন ইংরেজ বোলাররা। ভারতকে ঠিকমতো কোনও পার্টনারশিপই গড়তে দেয়নি। ভারতীয় দলের পক্ষের এদিন সর্বাধিক রান তোলেন হার্দিক পাণ্ড্য। ৩৫টি বল খেলে তিনি ৪০ রান করেন। যদিও তাঁর ইনিংস জলে যায়। কারণ, ভারতকে ১৪৫ রানেই আটকে দেন ইংরেজ বোলাররা।