দুবাই: তিন বছর পর ফের টেস্টে ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে প্রথম পাঁচের মধ্যে ফিরলেন রোহিত শর্মা (Rohit Sharma)। বুধবার আইসিসি প্রকাশিত তালিকায় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ব়্যাঙ্কিং থাকা ভারতীয় রোহিতই। রোহিতের পাশাপাশি আরও দুই ভারতীয় ব্যাটার - বিরাট কোহলি ও যশস্বী জয়সওয়ালও ব়্যাঙ্কিংয়ে ওপরে উঠেছেন। বিরাট রয়েছেন ৬ নম্বরে। ৭ নম্বরে রয়েছেন যশস্বী।


রোহিত শর্মা, বিরাট কোহলি ও যশস্বী জয়সওয়াল - তিন ভারতীয় ক্রিকেটারেরই ব়্যাঙ্কিংয়ে আরও উন্নতি করার সুযোগ পাবেন বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সিরিজে ভাল পারফরম্যান্স মানেই ব়্যাঙ্কিংয়ে আরও ওপরের দিকে উঠবেন ভারতীয় ত্রয়ী।


ইংল্যান্ডের বিরুদ্ধে বছরের গোড়ায় ভারতের টেস্ট সিরিজ জয়ের নেপথ্যে অন্যতম নায়ক ছিলেন রোহিত ও যশস্বী। সেটাই ছিল টেস্টে তাঁদের খেলা শেষ সিরিজ। সেই সিরিজে যশস্বী রেকর্ড ৭১২ রান করেন। জোড়া সেঞ্চুরি, তিনটি হাফসেঞ্চুরি করেছিলেন। রোহিতও সেই সিরিজে দুটি সেঞ্চুরি- সহ ৪০০ রান করেন। বিরাট কোহলির অভাব অনেকটাই ঢেকে দিয়েছিলেন তাঁরা।


বুধবার প্রকাশিত আইসিসি ব়্যাঙ্কিংয়ে ওপরের দিকে উঠেছেন শ্রীলঙ্কার ব্যাটাররাও। ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে শ্রীলঙ্কা ১-২ ব্যবধানে হারলেও দ্বীপরাষ্ট্রের ব্যাটারদের পারফরম্যান্স সর্বত্র প্রশংসিত হয়েছে। ইংল্যান্ডের মাটিতে ১০ বছর পর টেস্ট ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা। 



টেস্টে ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন জো রুট (Joe Root)। তবে ওভালে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টেস্টের দুই ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় ব়্যাঙ্কিং পয়েন্ট হারিয়েছেন তিনি। ৯২২ পয়েন্ট থেকে ৮৯৯ পয়েন্টে নেমে গিয়েছেন রুট। দ্বিতীয় স্থানে থাকা কেন উইলিয়ামসন (Kane Williamson) ৮৫৯ পয়েন্টে রয়েছেন। পাকিস্তানের বাবর আজম সেরা দশের বাইরেই রয়েছেন। প্রথম দশের মধ্যে পাকিস্তানের একমাত্র ক্রিকেটার হিসাবে ৯ নম্বরে রয়েছেন উইকেটকিপার ব্যাটার মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। 


আইসিসি টেস্ট ব্যাটারদের ব়্যাঙ্কিং


১. জো রুট - ৮৯৯ পয়েন্ট


২. কেন উইলিয়ামসন - ৮৫৯ পয়েন্ট