চেন্নাই: মাঝে আর মাত্র সপ্তাহখানেক সময়। তারপরই চেন্নাইয়ে ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) প্রথম টেস্ট ম্যাচ। যে ম্যাচে ভারতের ব্যাটিং অর্ডারে কাকে দেখা যাবে তা নিয়ে চর্চা চলছে।
তবে প্রাক্তন নির্বাচক তথা ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য কৃষ্ণমাচারি শ্রীকান্ত মনে করেন, প্রথম টেস্টে ভারতের ব্যাটিং অর্ডারে পাঁচ নম্বরে কে নামবেন, তা কার্যত ঠিকই হয়ে রয়েছে। কাকে দৌড়ে এগিয়ে রাখছেন শ্রীকান্ত?
কে এল রাহুল (KL Rahul)। তিনি মনে করেন, দুরন্ত ছন্দে থাকা সরফরাজ খান (Sarfaraz Khan) নয়, প্রথম টেস্টে রাহুলই জায়গা পাবেন পাঁচ নম্বরে। চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে বছরের গোড়ায় ঘরের মাঠে টেস্ট সিরিজে খেলতে পারেননি রাহুল। তাঁর পরিবর্তে সুযোগ পেয়ে ৫০ ব্যাটিং গড় রেখে ২০০ রান করেছিলেন সরফরাজ। তাঁর ভয়ডরহীন ব্যাটিং ও শট খেলার আগ্রাসন ক্রিকেট পণ্ডিতদের মন জয় করেছিল।
নিজের ইউটিউব চ্যানেলে শ্রীকান্ত বলেছেন, 'সরফরাজ খানের জন্য আমার খারাপ লাগছে। তবে টেস্ট ক্রিকেটে এরকম হয়। তুমি হয়তো খুব ভাল খেলেছো। কিন্তু বড় প্লেয়ার ফিরলে তাকে জায়গা ছেড়ে দিতে হয়।'
কেন রাহুলকে অগ্রাধিকার দেওয়া হবে, সেই কারণও নিজের মতো করে ব্যাখ্যা করেছেন শ্রীকান্ত। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের পরেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। তারপর রয়েছে অস্ট্রেলিয়া সফর। সেখানে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। শ্রীকান্তের মতে, হয়তো সে কারণেই অভিজ্ঞ কে এল রাহুলকে অগ্রাধিকার দেওয়া হতে পারে। শ্রীকান্ত বলেছেন, 'হয়তো টিম ম্যানেজমেন্টের ভাবনায় রয়েছে যে, সামনে অস্ট্রেলিয়া সফর। নিউজিল্যান্ড সিরিজও রয়েছে। বিদেশের মাটিতে রাহুলের পারফরম্যান্স খুবই ভাল। অস্ট্রেলিয়াতেও সাফল্য পেয়েছে। সেই কারণে হয়তো ওকেই ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে খেলানো হবে।'
আরও পড়ুন: কাঠগড়ায় বিতর্কিত পেনাল্টি! শেষ হাসি কলম্বিয়ার, পাঁচ বছরে তৃতীয় পরাজয় আর্জেন্তিনার