নয়াদিল্লি: এই বছরই ভারতে ৫০ ওভারের বিশ্বকাপের (ICC WC 2023) আসর বসতে চলেছে। বিশ্বকাপ শুরু হতে এখনও বেশ খানিকটা সময় বাকি রয়েছে। তবে এখন থেকেই বিশ্বকাপের দাবিদার কারা সেই নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গিয়েছে। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly) সেই আলোচনায় অংশগ্রহণ করলেন। নিজের পছন্দের চার সেমিফাইনালিস্ট বেছে নিলেন সৌরভ।
বিশ্বকাপের সূচি অনুযায়ী সেমিফাইনালে ভারত (Indian Cricket Team) ও পাকিস্তানের ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। 'ক্রিকেটের নন্দনকাননে' দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখার আশায় রয়েছেন সৌরভও। তিনি বলেন, 'আগে থেকে (সেমিফাইনালিস্ট বাছা) বলাটা খুব কঠিন। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারতের পাশাপাশি নিউজিল্যান্ড। ওদের বড় ম্যাচগুলিতে কখনই অবহেলা করা উচিত নয়। তবে আমি চার নয়, পাঁচটা দল বাছব এবং পাকিস্তানকেও এদের মধ্যে রাখব।'
ভারতীয় দল প্রায় এক দশক ধরে কোনও আইসিসি ট্রফি জেতেনি। সাম্প্রতিক অতীতে বারংবার নক আউট ম্যাচে ব্যর্থ হয়েছে ভারত। এ বছরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজিত হয় টিম ইন্ডিয়া। তবে প্রাক্তন ভারতীয় অধিনায়ক আশাবাদী যে ভারত আসন্ন বিশ্বকাপে এই ট্রেন্ড বদলাবে। 'আমরা অনেকবারই গুরুত্বপূর্ণ সময়ে ভাল পারফর্ম করতে পারিনা। আমরা মনে হয় না এটা বাড়তি মানসিক চাপের জন্য হচ্ছে। আমরা কেবল সঠিক সময়ে পারফর্ম করতে পারছি না। তবে ভারতীয় খেলোয়াড়রা মানসিকভাবে শক্তিশালী এবং শীঘ্রই ওরা এই হতাশা কাটাতে পারবে বলে আমি আশাবাদী। আমরা তো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্যন্ত পৌঁছতে পেরেছি, সেটাও কম নয়। আমাদের কিন্তু সুযোগ রয়েছে, দলে কিন্তু অনেক ভাল খেলোয়াড় রয়েছে। আশা করছি এবার সফল হবে।'
প্রসঙ্গত, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজে বিরাট কোহলি, রোহিত শর্মা সুযোগ না পেলেও, সৌরভ কিন্তু মনে করছেন রোহিতরা এখনও আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতেই পারেন। তিনি বলেন, 'সবসময় সেরা ক্রিকেটারদের দলে নেওয়া উচিত। তারা যেই হোক না কেন, পরিচয় খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আমার মতে বিরাট কোহলি এবং রোহিত শর্মার, দুইজনেক কারুরই টি-টোয়েন্টি দলে সুযোগ না পাওয়ার কোনও কারণ নেই। কোহলি তো আইপিএলে দারুণ ফর্মে ছিল এবং আমায় যদি জিজ্ঞেস করা হয়, তাহলে আমি বলব দুইজনেই এখনও টি-টোয়েন্টি দলে জায়গা পেতেই পারেন।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: মানি প্ল্যান্ট থাকলেও আর্থিক সমৃদ্ধি আসবে না বাড়িতে, যদি করেন এই ভুলগুলি !