দুবাই: মহিলাদের ক্রিকেটে ২০২৪ সালের সেরা টি টোয়েন্টি দল বেছে নিল আইসিসি। দলে সুযোগ পেয়েছেন তিন ভারতীয় মহিলা ক্রিকেটার। তাঁরা হলেন স্মৃতি মন্ধানা, রিচা ঘোষ ও দীপ্তি শর্মা। ভারতীয় দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর সু্যোগ পাননি একাদশে।
গত বছর টি টোয়েন্টি ফর্ম্যাটে জাতীয় দলের জার্সিতে শুরুটা দারুণ করেছিলেন স্মৃতি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে। শুধু তাইই নয়, ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি হাফ সেঞ্চুরির ইনিংসও খেলেছিলেন বাঁহাতি ওপেনার। টি টোয়েন্টি ফর্ম্যাটে মহিলা ব্যাটারদের ক্রমতালিকাতেও দ্বিতীয় স্থানে আছেন স্মৃতি।
শিলিগুড়ির মেয়ে রিচা বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। জাতীয় দলের এই মুহূর্তে অল ফরম্যাটেই গুরুত্বপূর্ণ সদস্যা এখন রিচা। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ২৯ বলে ঝোড়ো ৬৪ রানের ইনিংস খেলেন শিলিগুড়ির তরুণী ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২১ বলে ৫৪ রানের আরও একটা ঝোড়ো ইনিংস খেলেছিলেন রিচা। দেড়শোর ওপর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন রিচা গত বছর।
অন্যদিকে দীপ্তি শর্মা বল হাতে এই ফর্ম্যাটে অনবদ ছিলেন গত মরশুমে। ৩০ উইকেট নিয়েছেন ২০২৪ সালে। মাত্র ৬.০১ ইকনমি রেটে উইকেট নিয়েছেন তিনি। নেপাল ও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো স্পেল করেছেন। দুটো ম্যাচেই তিনটি করে উইকেট নিয়েছিলেন।
টি টোয়েন্টি পুরুষ দলের অধিনায়ক রোহিত
২০১৩ সালের পর ২০২৪। ১১ বছর পর ভারতীয় ক্রিকেট দল কোনও আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়। রোহিত শর্মার নেতৃত্বে সেই টুর্নামেন্টে টানা ৮টি ম্যাচ জিতেছিল ভারত। প্রথম কোনও অধিনায়ক হিসেবে ১০০ শতাংশ জয়ের হার নিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন। ভারত অধিনায়ক নিজেও টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন। রোহিত ছাড়া এই দলে জায়গা করে নিয়েছেন হার্দিক পাণ্ড্য, জসপ্রীত বুমরা ও অর্শদীপ সিংহ
বুমরা টুর্নামেন্টে মোট ১৫ উইকেট নিয়েছিলেন। তাঁকে টুর্নামেন্ট সেরার পুরস্কারও দেওয়া হয়। ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের ৪ ওভারের স্পেলে ১৮ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছিলেন।
অর্শদীপ মোট ১৭ উইকেট নিয়েছিলেন গোটা টুর্নামেন্টে। তিনিই ছিলেন সর্বাধিক উইকেট শিকারি টুর্নামেন্টের৷
হার্দিক পাণ্ড্যরও ২০২৪ সাল টি টোয়েন্টি ফর্ম্যাটে দুর্দান্ত গিয়েছে। মোট ১৭ ম্যাচে ব্যাট হাতে ৩৫২ রান করেছেন। বল হাতে নিয়েছেন ১৬ উইকেট।