মুম্বই: মরুদেশএ এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান (IND VS PAK) ম্যাচগুলি ঘিরে চূড়ান্ত নাটক দেখা গিয়েছিল। কখনও বয়কটের ডাক তো কখনও ট্রফি না নেওয়ার তৈরি হয় বিতর্ক। তবে সবথেকে বেশি চর্চা হয়েছিল ভারতীয় দলের তারকাদের পাকিস্তানি দলের সদস্যদের সঙ্গে কোনওরকম সৌজন্য বিনিময় করে করমর্দন না করে। আসন্ন রবিবার কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামেও সম্ভবত এই ট্রেন্ড বহাল থাকছে, অন্তত রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে।

বিগত তিন সপ্তাহের মতো, এই সপ্তাহান্তে ফের একবার মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। তবে এবারের মঞ্চটা মহিলাদের বিশ্বকাপ (ICC Women's World Cup 2025)। সূর্যকুমার-সলমন আলি আঘাদের পরিবর্তে মুখোমুখি হরমনপ্রীত-ফাতিমা সানারা। শোনা যাচ্ছে বিসিসিআইয়ের তরফে নাকি ইতিমধ্যেই হরমনপ্রীতদেরও জানিয়ে দেওয়া হয়েছে যে পাকিস্তান ম্যাচে করমর্দন করা হবে না।

ভারত বনাম পাকিস্তান ম্যাচ মানেই টানটান ম্যাচ, সম্মানের লড়াই। তবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি সদ্য সমাপ্ত এশিয়া কাপের ম্যাচগুলিতে বাড়তি ফোকাস যোগ করেছিল। এই রবিবারও মহিলাদের বিশ্বকাপের ম্য়াচ তার অন্যথা হবে না। তাই সূর্যকুমার যাদবের মতোই হরমনপ্রীতকেও ২২ গজের বাইরের জিনিসপত্রও খুব দায়িত্ব সহকারে সামলাতে হবে বলে প্রাক্তনীরা মনে করছেন।

শোভা পণ্ডিত যেমন রাজনৈতিক অস্থিরতার মাঝেও ভারতীয় দলকে পারস্পরিক সম্মান রক্ষার পরামর্শ দিয়েছেন। তবে তিনি হরমনপ্রীত যাই সিদ্ধান্ত নেবেন না কেন, তাঁর পাশে দাঁড়ানোরও বার্তা দিয়ে রেখেছেন। অপরদিকে সন্ধ্যা আগরওয়ালের মতে হরমনপ্রীতের উচিত সূর্যকুমার যাদবের থেকে শিক্ষা নিয়ে গোটা জিনিসটাকে বাড়তি বোঝা হিসাবে না ভেবে ঠাণ্ডা মাথায় সবটা সামলানো। এবার দেখার শেষমেশ কী হয়।

প্রসঙ্গত, উল্লেখ্য ভারতীয় দল কিন্তু গত মঙ্গলবার বর্ষাপাড়া স্টেডিয়ামে দুরন্ত জয়ের মাধ্যমেই নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করেছে। একদা ১২৪ রানে ছয় উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে ঠিক যে কারণে অমনজ্যোৎ কৌরকে দলে নেওয়া হয়েছিল, তিনি সেটাই করেন। লোয়ার অর্ডারে ব্যাট হাতে রুখে দাঁড়ান। খেলেন ৫৭ রানের ইনিংস। 

অমনজ্যোৎ ও দীপ্তি শর্মার ১০৩ রানের ইনিংস ভারতকে দুশোর গণ্ডি পার করায়। দীপ্তি নিজেও ৫৩ রানের ইনিংস খেলেন। শেষের দিকে স্নেহ রানার ২৮ রান ভারতকে ২৬৯ রান তুলতে সাহায্য করে। জবাবে ২১১ রানেই অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। তিন উইকেট নেন দীপ্তি। তিনিই ম্য়াচ সেরাও হন। এবার সুযোগ সেই জয়ের ধারা অব্যাহত রাখার।