আমদাবাদ: টস জিতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রস্টন চেজ়। আশা ছিল ওয়েস্ট ইন্ডিজ় (IND vs WI) বোর্ডে বড় রান তুলবে। তবে বর্তমানে যা পরিস্থিতি তাতে, ক্যারিবিয়ান দল দু'শো রানের গণ্ডিও পার করতে পারেব কি না সন্দেহ। শতরানের গণ্ডি পার করার আগেই ম্যাচের প্রথম দিন প্রথম সেশনশেষে আধা ওয়েস্ট ইন্ডিজ় দল সাজঘরে ফিরে গিয়েছে। ভারতের হয়ে তিন তিনটি সাফল্য পেয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)।

Continues below advertisement

এদিন ভারতীয় দলে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচের দল থেকে বেশ কিছু বদল ঘটানো হয়। যশপ্রীত বুমরা একাদশে ফেরেন, গোটা ইংল্যান্ড সফর মাঠের বাইরে বসে থাকার কুলদীপ যাদবকেও সুযোগ দেওয়া হয়। চোট সারিয়ে দলে ফেরেন নীতীশ কুমার রেড্ডি। শক্তিশালী দল নিয়েই ওয়েস্ট ইন্ডিজ়ের বিপক্ষে মাঠে নামে ভারত।

ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে বুমরার অনুপস্থিতিতে মহম্মদ সিরাজের বোলিংয়ে সকলে মুগ্ধ হয়েছিলেন। সেই সিরাজই ওয়েস্ট ইন্ডিজ়কে প্রথম ধাক্কাটি দেন। তেগনারায়ণ চন্দ্রপল খাতা খোলার আগেই লেগ সাইডের একটি বলে খোঁচা দিয়ে সাজঘরে ফেরেন। দারুণভাবে ডানদিকে লাফিয়ে ক্যাচ নেন ঋষভ পন্থের অনুপস্থিতিতে ভারতীয় দলের কিপারের ভূমিকা সামলানো ধ্রুব জুরেল। ১২ রানে ওয়েস্ট ইন্ডিজ়ের ওপেনিং পার্টনারশিপ ভাঙে। আরেক ওপেনার জন ক্যাম্বেলও বেশিদূর এগোতে পারেননি। তাঁকে আট রানে ফেরান বুমরা।

Continues below advertisement

ওয়েস্ট ইন্ডিজ়ের সমস্যা আরও বাড়ে যখন ব্র্যান্ডন কিং ও অ্যালিক অ্যাথানাজেকে যথাক্রমে ১৩ ও ১২ রানে ফেরান সিরাজ। ৪২ রানেই চার উইকেট হারিয়ে কার্যত ধুঁকছিল ওয়েস্ট ইন্ডিজ়। এমন অবস্থায় রস্টন চেজ় ও শাই হোপ, দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজ়ের হাল ধরার চেষ্টা করেন। দুই জনে দলকে শতরানের দিকে এগিয়েও নিয়ে যাচ্ছিলেন। বেশ ভালই ব্যাট করছিলেন তাঁরা। তবে ঠিক লাঞ্চের আগেই ফের বিপত্তি। ভাল ছন্দে ব্যাট করা শাই হোপের উইকেট ভেঙে দেন কুলদীপ যাদব। ২৬ রানে ফেরেন হোপ।  

হোপ আউট হতেই লাঞ্চের ঘোষণা করা হয়। আপাতত ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক চেজ় ২২ রানে ক্রিজে রয়েছেন। প্রথম সেশনে দুরন্ত বোলিং করে ভারতীয় বোলাররা সেশনটা নিজেদের নামেই করলেন। এবার দেখার দ্বিতীয় সেশনেও একই রকম দাপট দেখা যায় না ওয়েস্ট ইন্ডিজ়ের লোয়ার অর্ডার ভারতীয় আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সক্ষম হয়।