মুম্বই: ভারত-পাকিস্তান সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একেবারেই মাথা ঘামাতে নারাজ হরমনপ্রীত কৌর। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে মহিলা ওয়ান ডে বিশ্বকাপের আসর। সেই টুর্নামেন্টের আগে অধিনায়কদের সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়েছিলেন সব দেশের ক্যাপ্টেনরা। একমাত্র ব্যতিক্রম ছিল পাকিস্তান। তাঁদের ক্যাপ্টেন যোগ দেননি এই সেশনে। কিন্তু ২২ গজের লড়াই, আর ভারত-পাকিস্তান মহারণ নিয় আলোচনা হবে না, তা আবার হয় না কি। 

Continues below advertisement

আগামী ৫ অক্টোবর ভারত-পাকিস্তান দ্বৈরথ রয়েছে কলম্বোতে। ভারতের মাটিতে পাকিস্তান খেলতে আসবে না। ফলে নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় এই দুটো দল মুখোমুখি হবে। এশিয়া কাপের মহারণের গত কয়েকদিন দু বার আমনে সামনে হয়েছে ভারতীয় পুরুষ দল পাকিস্তান পুরুষ ক্রিকেট দলের। আগামীকাল ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনালেও দুটো দল আমনে সামনে হবে। হরমনপ্রীত অবশ্য এই ভারত-পাকিস্তান সাম্প্রতিক রাজনৈতিক চাপানউতোর নিয়ে বেশি মাথা ঘামাচ্ছেন না। হরমন বলছেন, "আমাদের নিয়ন্ত্রণে শুধুমাত্র ক্রিকেটটাই আছে। ক্রিকেটটা ছাড়া আমাদের হাতে আর কিছু নেই। অন্য় কিছু নিয়ে মাথা ঘামাতে রাজি নই আমরা। নিজেদের মাথাতেও সেই বিষয়গুলো আনতে চাই না।'' ভারতীয় দলের ক্যাপ্টেন আরও বলছেন, ''আমরা ড্রেসিংরুমেও এই সব নিয়ে আলোচনা করছি না। ক্রিকেট খেলতে এসেছি। ওটাই খেলব।'' 

Continues below advertisement

উল্লেখ্য, ইংল্যান্ডের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার সময় চোট পেয়েছিলেন ভারতের পেসার অরুন্ধতী রেড্ডি। ইংল্যান্ডের সঙ্গে প্রস্তুতি ম্য়াচ খেলছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেই সময়ই এই অঘটন ঘটে। ইংল্যান্ডের বিরুদ্ধে বোলিং করছিলেন অরুন্ধতী। সেই সময়ই একটি ফলো থ্রু করতে গিয়ে চোট পান এই পেসার। ইংল্যান্ড ওপেনার এমি জোন্সের উইকেট নিয়েছিলেন অরুন্ধতীই। এরপর হেদার নাইটের ক্যাচ নিতে গিয়েছিলেন নিজেরই বলে। কিন্তু বেকায়দায় পড়ে যান তিনি। মাঠেই শুয়ে কাতড়াচ্ছিলেন এই পেসার। সেই সময় চিকিৎসকরা দ্রুত দৌড়ে আসেন। এরপর তাঁকে হুইলচেয়ারে করে মাঠ থেকে বের করে নিয়ে আসা হয়। গত বছর ওয়ান ডে ফর্ম্য়াটে অভিষেকের পর থেকে অরুন্ধতী এখনও পর্যন্ত ১১ ম্যাচে মোট ১৫ উইকেট নিয়েছেন। ২৬ রানের বিনিময়েউইকেট নিয়েছিলেন। এটাই তাঁর ওয়ান ডে কেরিয়ারের সেরা বোলিং পারফরম্য়ান্স এক ম্য়াচে

আগামী ৩০ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্য়াচ খেলতে নামবে ভারতীয় মহিলা ক্রিকেট দল।