India Women vs New Zealand Women Live: ১০২ রানে অল আউট ভারত, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ৫৮ রানে হেরে টি-২০ বিশ্বকাপে অভিযান শুরু
IND-W vs NZ-W Scorecard Live updates: হরমনপ্রীত কৌরের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের (Womens T20 World Cup 2024) প্রথম ম্যাচেই হেরে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দল।
১৯ ওভারে ১০২ রানে অল আউট ভারত। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ৫৮ রানে হেরে টি-২০ বিশ্বকাপে অভিযান শুরু করল ভারত।
১৩ রানে আউট দীপ্তি শর্মা। ৮ রান করে ফিরলেন পূজা বস্ত্রকার। ১৮ ওভারের শেষে ভারতের স্কোর ৯৯/৮।
ব্যাটিং বিপর্যয় ভারতের। ১২ রান করে ফিরলেন রিচা। অরুন্ধতী রেড্ডি ১ রানে আউট। ১৪ ওভারে ভারতের স্কোর ৮৬/৬।
১৩ রান করে ফিরলেন জেমাইমা। ১০ ওভারের শেষে ভারতের স্কোর ৬৩/৪।
১২ রানে ফিরলেন স্মৃতি মান্ধানা। ১৪ বলে ১৫ রান করে আউট হরমনপ্রীত কৌর। পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে ভারতের স্কোর ৪৩/৩।
৪ বলে ২ রান করে ফিরলেন শেফালি বর্মা। ৩ ওভারের শেষে ভারতের স্কোর ১৯/১।
৩৬ বলে অপরাজিত ৫৭ রান সোফি ডিভাইনের। ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নিউজ়িল্যান্ড তুলল ১৬০/৪। ২ উইকেট রেণুকা সিংহর।
১৮ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ১৪০/৩। ২৮ বলে ৪২ রান করে ক্রিজে ডিভাইন।
রেণুকা সিংহের বলে ১৩ রান করে ফিরলেন অ্যামেলিয়া কের। ১৬ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ১১৭/৩।
১৩ ওভারের শেষে ভারতের বিরুদ্ধে নিউজ়িল্যান্ডের স্কোর ৯৩/২।
২৪ বলে ২৭ রান করে অরুন্ধতীর বলে ফিরলেন বেটস। ২৩ বলে ৩৪ রান করে শোভনার বলে ফিরলেন প্লিমার। ৯ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ৬৮/২।
অরুন্ধতীর বলে ব্যক্তিগত ১৮ রানের মাথায় থাকা সুজি বেটসের সহজ ক্যাচ ফেললেন রিচা ঘোষ। পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ৫৫/০।
দীপ্তি শর্মাকে ছক্কা জর্জিয়া প্লিমারের। ৩ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ২৭/০।
২ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ১৪/০।
পূজা বস্ত্রকারকে প্রথম ওভারে জোড়া বাউন্ডারি সুজি বেটসের। ১ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৯ রান।
মহিলাদের টি-২০ বিশ্বকাপে অভিযান শুরু করছে ভারত। প্রতিপক্ষ নিউজ়িল্যান্ড। টস জিতে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিউজ়িল্যান্ডের।
প্রেক্ষাপট
দুবাই: হরমনপ্রীত কৌরের নেতৃত্বে আজ ৪ অক্টোবর নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের (Womens T20 World Cup 2024) অভিযান শুরু করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথম ম্যাচেই ৫৮ রানে হেরে গেল টিম ইন্ডিয়া।
গ্রুপ এ-তে সোফি ডিফাইনেক শক্তিশালী দলই ভারতের প্রথম প্রতিপক্ষ। ২০১৮ ও ২০২৩ সালের টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Womens Cricket Team)। ২০২০ সালে রানার্স আপ হয় হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) দল। অন্যদিকে নিউজিল্য়ান্ড মহিলা ক্রিকেট দল এই ফর্ম্য়াটের বিশ্বকাপে ২০১৬ সালের পর থেকে আর কখনও শেষ চারে জায়গা করতে পারেনি।
এবার মহিলাদের ক্রিকেটেও কি ছাপ ফেলতে পারবে টিম ইন্ডিয়া? হরমনপ্রীত কৌরের নেতৃত্বে কি প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পাবে ভারতের মহিলা দল? গোটা দেশ সেদিকে তাকিয়ে। সংযুক্ত আরব আমিরশাহিতে টি-২০ বিশ্বকাপে অভিযান শুরু করার আগে হরমনপ্রীত, স্মৃতি মান্ধানা, রিচা ঘোষরা পেয়ে গেলেন পুরুষ দলের তারকাদের শুভেচ্ছাবার্তা। যা মনোবল আরও বাড়াবে ভারতীয় দলের।
শুভমন গিল, কে এল রাহুল, ঋষভ পন্থরা শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন হরমনপ্রীত কৌরের উইমেন ইন ব্লু-র উদ্দেশে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -