ব্রিসবেন: তাঁর ওপর অতিরিক্ত চাপ পড়ে যাচ্ছে বলে বারবার আশঙ্কা প্রকাশ করছেন প্রাক্তন ক্রিকেটার ও বিশেষজ্ঞরা। ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) বর্ডার গাওস্কর ট্রফিতে (Border Gavaskar Trophy) অ্যাডিলেড টেস্টে বল করার ফাঁকে তার পায়ের টান ধরায় উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।


কিন্তু ভারতের যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) কাটিয়ে ওঠার কোনও লক্ষণ নেই। ব্রিসবেনেও একা কুম্ভ হয়ে লড়াই করলেন ডানহাতি ফাস্টবোলার। নিলেন ৬ উইকেট। বাকি ভারতীয় বোলিংয়ের কথা যতটা কম বলা যায় ততই ভাল। কেন বারবার মহম্মদ শামিকে অস্ট্রেলিয়ায় উড়িয়ে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, সেটাও পরিষ্কার।


বুমরার ৬ উইকেট সত্ত্বেও রানের পাহাড়ে অস্ট্রেলিয়া। প্রথমে স্টিভ স্মিথ ও ট্র্যাভিস হেডের সেঞ্চুরি, পরে অ্যালেক্স ক্যারির লড়াকু ৭০ রানের ইনিংস। তিনে মিলে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে উঠল ৪৪৫ রান। যা ব্রিসবেনে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে।


 






সোমবার সকালে আগের দিনের স্কোরের সঙ্গে আরও ৪০ রান যোগ করল অস্ট্রেলিয়া। ১৬.১ ওভারে। যা বেশ মন্থর বলেই মনে করা হচ্ছে। তবু চালকের আসনে অস্ট্রেলিয়াই। ভারতীয় ব্যাটারদের সামনে এবার এই বিরাট স্কোর পেরিয়ে যাওয়ার চ্যালেঞ্জ।


প্রথম দিন কার্যত পুরো খেলাই পণ্ড হয় বৃষ্টিতে। রবিবার, ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া ১০১ ওভার ব্যাট করে তুলেছিল ৪০৫/৭। অ্যালেক্স ক্যারি ৪৫ ও মিচেল স্টার্ক ৭ রানে ব্যাট করছিলেন।


সোমবার, ম্যাচের তৃতীয় দিন অস্ট্রেলিয়া ইনিংসে প্রথম ধাক্কা দেন সেই বুমরা। যিনি রবিবারই ৫ উইকেট নিয়েছিলেন। সোমবার ভারতীয় সময় ভোরে ম্যাচ শুরু হওয়ার পরই স্টার্ককে ফিরিয়ে দেন আমদাবাদের পেসার। নাথান লায়নকে ফেরান মহম্মদ সিরাজ।এরপর ক্যারিকে ফেরান আকাশ দীপ।


মাঝে দু'বার বৃষ্টি নামায় খেলা বন্ধ করে দিতে হয়। অস্ট্রেলিয়ার স্কোর পেরিয়ে যেতে পারবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা?


আরও পড়ুন: প্রথম ইনিংসে ৪৪৫ রান তুলল অস্ট্রেলিয়া, ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টের লাইভ আপডেট







আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।