লন্ডন: আইপিএলে একসঙ্গে খেলেন। বিরাট কোহলির(Virat Kohli)  আরসিবি দলেরই সদস্য জস হ্যাজেলউড। গত ২ বছর ধরে আরসিবির সদস্য অজি পেসার। এই বছর যদিও সেভাবে খেলার সুযোগ পাননি প্রথম একাদশে। কিন্তু দীর্ঘ সময় প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে সময় কাটিয়েছেন। তবে এবার লড়াইটা সম্মুখ সমরে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2023) মুখোমুখি হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া। বিরাটের বিরুদ্ধে খেলতে নামার আগে অবশ্য কিংগ কোহলির প্রশংসা ঝড়ে পড়ল হ্যাজেলউডের গলায়। অজি পেসার বলছেন, ''আমার মনে হয় বিরাটের পরিশ্রমের কথা সবার আগে উল্লেখ করতে হয়। ও অসম্ভব পরিশ্রমী ছেলে। এরপর ওর ফিটনেস ও ব্যাটিংয়ের স্কিল ওকে আরও বিশ্বমানের ক্রিকেটারে পরিণত করেছে। তিনি এমন একজন যে নেটে সবার আগে পৌঁছত আর সবার শেষে নেট থেকে বেরিয়ে আসত। বিরাট দলের সবাইকে উদ্বুদ্ধ করতে ভালবাসে। ওকে দেখে তরুণ ক্রিকেটারদেরও আত্মবিশ্বাস বেড়ে যায়।''


শুধু বিরাটই নন। মহম্মদ সিরাজও ভারতীয় টেস্ট দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে তাঁকেও দেশের জার্সি গায়ে দেখা যাবে। আরসিবির জার্সিতে সিরাজও খেলেন। ফলে হ্য়াজেলউডের আইপিএল দলের সতীর্থ ডানহাতি তরুণ ভারতীয় পেসারও। ১৪ ম্যাচে ১৯ উইকেট গত আইপিএলে ঝুলিতে পুরেছেন সিরাজ। ভারতীয় পেসারের প্রশংসাও শোনা গেল হ্যাজেলউডের গলায়। তিনি বলছেন, ''আমি আরসিবি শিবিরে এবার একটু দেরিতে যোগ দিয়েছিলাম। কিন্তু ততদিনে আইপিএলে আগুনে বোলিং সিরাজের। ফ্র্যাঞ্চাইজির জার্সিতে বরাবরই সবচেয়ে সফল বোলার হন সিরাজ। চিন্নাস্বামীতে ওর ইকনমি রেটও খুব ভাল। হাতে স্যুইং রয়েছে। এছাড়া দারুণ নিয়ন্ত্রণ নিজের বোলিংয়ে।''


এদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। বিসিসিআইয়ের শেয়ার করা ছবিগুলিতে মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, অক্ষর পটেলরা তো রয়েছেনই, রয়েছেন বিরাট কোহলিও (Virat Kohli)। নেটে কড়া মনোযোগ দিয়ে ব্যাট করতে দেখা গেল বিরাটকে। সদ্য সমাপ্ত আইপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে নাগাড়ে দুই শতরানও হাঁকিয়েছিলেন 'কিংগ কোহলি'। দুর্ভাগ্যবশত বিরাটের দুর্দান্ত ফর্ম থাকা সত্ত্বেও আরসিবি প্লে-অফে পৌঁছতে পারেনি। ভারতীয় সমর্থকরা আশা করবেন বল ও জার্সির রং বদলালেও বিরাট যেন নিজের ফর্ম অব্যাহত রাখেন এবং ভারত যেন নিজেদের আইসিসি ট্রফির খরা অবশেষে সমাপ্ত করতে পারে।