আমদাবাদ: গতকাল রুদ্ধশ্বাস এক ম্যাচের সাক্ষী থেকেছে গোটা ক্রিকেট বিশ্ব। আইপিএলের ফাইনালে গুজরাত টাইটান্সকে পাঁচ উইকেটে হারিয়ে পঞ্চমবারের জন্য আইপিএল খেতাব ঘরে তুলেছে সিএসকে শিবির। আর এই জয়ের সঙ্গে সঙ্গেই আইপিএলের ইতিহাসে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুগ্মভাবে সর্বাধিকবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়েছে মহেন্দ্র সিংহ ধোনির দল। হলুদ জার্সিধারীদের এই সাফল্যের পর সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা দিয়ে পোস্ট করেছেন সচিন তেন্ডুলকর।


কী পোস্ট করেছেন সচিন তেন্ডুলকর?


 



 


গতকাল বৃষ্টিবিঘ্নিত ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ২১৪ রান বোর্ডে তুলে নিয়েঠিল গুজরাত টাইটান্স। কিন্তু বৃষ্টির জন্য দীর্ঘক্ষণ খেলা চালু রাখা সম্ভব হয়নি। ফলে পরিবর্তিত পরিস্থিতিতে ১৫ ওভারে ১৭১ রান করতে হত সিএসকেকে। 


শেষ বলে বাউন্ডারি মেরে চেন্নাই সুপার কিংস শিবিরে পঞ্চম আইপিএল খেতাব ঢোকালেন রবীন্দ্র জাডেজা। ৫ উইকেটে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল সিএসকে। সেই সঙ্গে স্পর্শ করল মুম্বই ইন্ডিয়ান্সের রেকর্ড। আইপিএলে মুম্বইয়ের ঝুলিতেও রয়েছে পাঁচটি ট্রফি। সেই আসনেই এবার বসল সিএসকে।


শেষ ওভারে ম্যাচ জিততে ১৪ রান তুলতে হতো চেন্নাই সুপার কিংসকে। বোলার মোহিত শর্মা। এই আইপিএলে যাঁর পুনর্জন্ম হয়েছে। প্রথম চার বলে চার রান খরচ করলেন হরিয়ানার পেসার। ২ বলে ১০ রান বাকি তখন চেন্নাইয়ের। পঞ্চম বলে ছক্কা মেরে দিলেন রবীন্দ্র জাডেজা। ১ বলে প্রয়োজন চার রান। নাটকীয় পরিস্থিতিতে শেষ বলে ফাইন লেগ দিয়ে বাউন্ডারি মারলেন জাড্ডু। চেন্নাই ক্রিকেটারেরা দৌড়ে মাঠে ঢুকে উৎসব শুরু করলেন। তবে ধোনিকে দেখা গেল ডাগ আউটে নির্লিপ্ত মুখে বসে থাকতে। হয়তো ক্যাপ্টেন কুলও বুঝেছেন যে, গুলিটা নেহাত কান ছুঁয়ে বেরিয়ে গেল।









জবাবে ব্য়াট করতে নেমে চেন্নাইয়ের স্কোর তখন ৩ বলে বিনা উইকেটে ৪ রান, বৃষ্টি নামে আমদাবাদে। রাত ১২.১০-এ খেলা যখন  শুরু হয়, তখন চেন্নাইয়ের সামনে পরিবর্তিত লক্ষ্য দাঁড়ায় ১৫ ওভারে ১৭১ রানের।


শুরুটা দারুণ করেছিলেন ডেভন কনওয়ে ও রুতুরাজ গায়কোয়াড়। দুই ওপেনার ৬.৩ ওবারে ৭৪ রান যোগ করেন। রুতুরাজ ১৬ বলে ২৬ রান করে ফেরেন। কনওয়ে ২৫ বলে ৪৭ রান করে আউট হন। একই ওভারে দুজনকে তুলে নেন নূর আমেদ। সেখান থেকে ফের পাল্টা লড়াই শিবম দুবে (২১ বলে ৩২ নঃ আঃ) ও অজিঙ্ক রাহানের (১৩ বলে ২৭ রান)। অম্বাতি রায়ডু ৮ বলে ১৯ রান করেন। তবে শেষ ওভারে নায়ক জাড্ডু। ক্যাপ্টেন কুলের হাতে যিনি পঞ্চম ট্রফি ওঠা নিশ্চিত করে দিলেন।