মুম্বই: নিজে এই দলটার কোচ ছিলেন। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ভারত তাঁর কোচিংয়েই। অস্ট্রেলিয়ার মাটিতে দু-দুবার বর্ডার-গাওস্কর ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া রবি শাস্ত্রী কোচ থাকার সময়ই। সামনেই টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনাল। মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। যে অজিদের টেক্কা দিয়ে সম্প্রতি টেস্ট ক্রমতালিকায় শীর্ষে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার মনে করেন যে উন্নতমানের একাধিক তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন দলে, যার জন্যই এভাবে বারবার সাফল্য পেয়েছে টিম ইন্ডিয়া।


কী বলছেন রবি শাস্ত্রী?


শুধু টেস্ট নয়, টি-টোয়েন্টি ক্রমতালিকাতেও এই মুহূর্তে শীর্ষে  ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ বলছেন, ''ভারতীয় ক্রিকেট দলে প্রচুর তরুণ ক্রিকেটার উঠে এসেছেন। এছাড়াও অভিজ্ঞ ক্রিকেটাররা তো রয়েইছেন। এই দলটা গত পাঁচ-ছয় বছরে দুর্দান্ত পারফর্ম করেছে। অক্লান্ত পরিশ্রম করেছে সবাই। যার ফলও পেয়েছে। আমি চাই এই ধারাটা বজায় থাকুক।''


শাস্ত্রী আরও বলেন, ''যদি টেস্ট দলটার দিকে দেখা যায়, তাহলে বোঝা যাবে যে প্রত্যেকেই এই মুহূর্তে নিজেদের ফর্মের সেরা জায়গায় রয়েছেন। দল হিসেবে প্রত্যেকেই গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে টেস্ট খেলছে। তাঁরা জানে কীভাবে পারফর্ম করতে হয়। টেস্ট হোক, টি-টোয়েন্টি হোক বা ওয়ান ডে ক্রিকেট। সবাই জানে কীভাবে নিজেদের সেরা পারফরম্যান্স করতে হবে।''


নিজে যখন কোচ ছিলেন জাতীয় দলের তখন ক্রমতালিকায় ওপরের দিকে যাতে দল থাকে, সেদিকে তাঁর নজর থাকত। শাস্ত্রী বলছেন, ''আমার কাছে ক্রমতালিকায় ওপরের দিকে থাকাটা ম্যাটার করে। আমি মনে করি প্রথম দুই বা তিনে থাকাটা একটা দলের অত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। কিন্তু চার বা পাঁচে থাকলে দলের মনোবল নষ্ট হতে পারে। আমার মনে হয় সব কোচেরই, সে যেই হোক না কেন, ক্রমতালিকায় ওপরের দিকে দলকে নিয়ে যাওয়াটা লক্ষ্য থাকে। আমার ব্য়তিক্রম কিছু ছিল না।''


গতবার ফাইনালে পৌঁছেও টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব নিজেদের দখলে করতে ব্যর্থ হয় ভারতীয় দল। এবার সেই হতাশা পিছনে ফেলে খেতাব জিতে নেওয়ার লক্ষ্যে মাঠে নামবে টিম ইন্ডিয়া। ৭ জুন থেকে শুরু ইংল্যান্ডের ওভালে খেলা হবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। খেতাবি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চলেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। সেই ম্যাচের আগে ইংল্যান্ডে দলের কিছু তারকা ক্রিকেটারের অনুশীলনের কয়েকটি ছবি বিসিসিআইয়ের তরফে শেয়ার করা হয়।