করাচি: ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্য়ন্ত বাবর আজমকেই নেতৃত্বভার দেওয়া হবে, এমন একটা খবর পাকিস্তান ক্রিকেট নিয়ে শোনা যাচ্ছে। গত বছর ওয়ান ডে বিশ্বকাপ ও চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের ভরাডুবির পর মহম্মদ রিজওয়ানকে নেতৃত্বভার তুলে দেওয়ার বিষয় কথা হচ্ছিল। কিন্তু আবার বাবর আজমকে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত অধিনায়ক পদে রেখে দেওয়ার খবরও প্রকাশ্যে এসেছে। তবে সেই খবরকে ভুয়ো বলে দাবি করেছেন পাকিস্তানের ওপেনার আহমেদ শেহজাদ। 


এর আগেও বিভিন্ন টেলিভিশন শোয়ে বাবরের খারাপ ফর্ম ও তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছে ডানহাতি এই ওপেনারকে। অনেকেই মনে করেন বাবর দলে আসার পরে শেহজাদের জাতীয় দলে ঢোকার দরজা বন্ধ হয়ে গিয়েছে এবার বাবরকে নিয়ে ফের বোমা ফাটালেন শেহজাদ। তিনি বলেন, ''দলের যে বৈঠক হয়েছে, সেখানে ক্যাপ্টেন্সি নিয়ে আলাদা কিছু আলোচনা হয়নি। এরকম শোনা যাচ্ছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাবরকে নেতৃত্বের ব্যাটন দেওয়া হবে। কিন্তু এটা সম্পূর্ণ ভুল তথ্য। বাবর যদি নিজে থেকে অধিনায়কত্বের ব্যাটন না ছাড়ে। তাহলে ওকে বরখাস্ত করা হবে। গ্যারি কার্স্টেন পরিষ্কার বলে দিয়েছিলেন যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান দলে আমূল পরিবর্তন আনতে চাইছেন তিনি।"


গত বছর ওয়ান ডে বিশ্বকাপের পর পাকিস্তান ক্রিকেট দলের নেতৃত্বের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন বাবর আজম। কিন্তু নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে নতুন অধিনায়ক শাহিন আফ্রিদির নেতৃত্বে একেবারেই ভাল পারফর্ম করতে পারেনি পাকিস্তান। ৪-১ ব্যবধানে সিরিজে হেরে যায় পাক শিবির। এরপর ফের সাদা বলের ফর্ম্যাটে বাবরকেই নেতৃত্বভার দেওয়া হয়। অন্য়দিকে লাল বলের ফর্ম্য়াটে শান মাসুদকে অধিনায়ক বেছে নেওযা হয়। কিন্তু গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের একবার নাকানিচোবানি খেয়েছিল পাকিস্তান শিবির। 


প্রাক্তন ক্রিকেটারদের অনেকে যেমন মনে করেন, রিজওয়ানই হতে পারেন বাবরের আদর্শ বিকল্প। প্রাক্তন পাক ক্রিকেটার বাসিত আলি রিজওয়ানকে দায়িত্ব দেওয়ার ব্যাপারে সওয়াল করেছেন। যদিও এ নিয়ে পাক ক্রিকেটের সমর্থকদের মধ্যে মতানৈক্য রয়েছে।


কেন রিজওয়ানকে দায়িত্ব দেওয়ার কথা বলেছেন বাসিত আলি, সেই ব্যাখ্যাও দিয়েছেন। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ওয়ান ডে কাপ এ স্ট্যালিয়ন্স দলের বিরুদ্ধে মারখর্স-কে নেতৃত্ব দিতে দেখেছেন রিজওয়ানকে। পিচ, পরিবেশ ও পরিস্থিতি বোঝার ব্যাপারে রিজওয়ানের দক্ষতার প্রশংসা করেছেন বাসিত আলি। তাঁর মতে, বাবর আজম বা টেস্ট দলের অধিনায়ক শান মাসুদ - কারওই এই গুণ নেই।