মুম্বই: আগামী মাসেই এশিয়া কাপের আসর বসছে। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে হবে এবারের এশিয়া কাপ। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে ভারতে। তার প্রস্তুতি হিসেবেই এই ফর্ম্য়াটে এবারের এশিয়া কাপ হতে চলেছে। ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। কিন্তু তিনি কি আদৌ এশিয়া কাপে খেলতে নামতে পারবেন? দু দিন আগেই নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন সূর্য। সেখানে তাঁকে নেটে ব্যাটিং অনুশীলন করতে দেখা যাচ্ছে। এখন যে আগের তুলনায় অনেকটাই ফিট তিনি, তা জানিয়ে দিয়েছেন সূর্য। কিন্তু যদি একান্তই তিনি না খেলেন, তাহলে এমন তিনজন রয়েছেন, যাঁরা কিন্তু আসন্ন টুর্নামেন্টে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারেন - - -

শুভমন গিল: রোহিত শর্মা টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর শুভমন গিলই এই ফর্ম্য়াটে সূর্যকুমারের ডেপুটি। গত ইংল্যান্ড সিরিজ থেকে টেস্ট ফর্ম্য়াটে গিলের নেতৃত্বে খেলা শুরু করেছে ভারতীয় দল। ২০২৪ সালের জুলাই মাসের পর থেকে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে আর একবারও গিলকে দেখা যায়নি। কিন্তু ইংল্যান্ডে যেভাবে ব্যাট করেছেন আর দলকে নেতৃত্ব দিয়েছেন, তাতে এশিয়া কাপে সূর্য না খেললে গিলকেই নেতৃত্বভার দেওয়া হতে পারে।

অক্ষর পটেল: চলতি বছরের শুরুর দিকে অক্ষর পটেলকে সহ অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছিল। কিন্তু স্পিন ডিপার্টমেন্টে কুলদীপ, বরুণ চক্রবর্তীর সঙ্গে কড়া টক্করের সম্মুখিন হতে হয়েছিল অক্ষরকে। অক্ষর আইপিএলে দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বভার সামলেছিলেন গত মরশুমে।

হার্দিক পাণ্ড্য: সাদা বলের ফর্ম্য়াটে হার্দিক পাণ্ড্য দেশের এক নম্বর অলরাউন্ডার। নীতীশ রেড্ডি উঠে এলেও সাদা বলের ফর্ম্য়াটে এখনও হার্দিকের সমকক্ষ হয়ে উঠতে পারেননি তিনি। এমনকী হার্দিকের অধিনায়ক হিসেবেও সাফল্য আছে। আইপিএলে গুজরাত টাইটান্সকে চ্যাম্পিয়ন করেছেন। মুম্বই ইন্ডিয়ান্সের বর্তমান অধিনায়কও তিনি। কিন্তু এত কিছুর পরও বিসিসিআই কুড়ির ফর্ম্য়াটের রোহিতের পর হার্দিককে অধিনায়ক নির্বাচিত করেনি। 

সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে এশিয়া কাপে নিজেদের অভিযান শুরু করবে ভারতীয় ক্রিকেট দল। আগামী ১০ সেপ্টেম্বর ভারতের প্রথম ম্য়াচ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামবে দু দল।

উল্লেখ্য, এবারের টুর্নামেন্টে মোট ৮ দলের মধ্যে খেলার কথা ছিল। তবে শোনা যাচ্ছে সেই সংখ্যা কমিয়ে ৬ করা হতে পারে। সেক্ষেত্রে ওমান এবং হংকং টুর্নামেন্ট থেকে বাদ পড়তে পারে। টুর্নামেন্টে অংশ নিতে পারে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরশাহি