দুবাই: ভারত বনাম পাকিস্তানের (India vs Pakistan) ম্যাচ মানেই টানটান উত্তেজনা, হাড্ডাহাড্ডি লড়াই। সপ্তাহান্তে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে লড়াইটা তো দেখা গেল, তবে সেটা ব্যাট, বলের নয়, কথার লড়াই। শাহিন আফ্রিদি ও হ্যারিস রউফরা শুভমন গিল ও অভিষেক শর্মার সঙ্গে বাগযুদ্ধে জড়ান। তবে ম্যাচের ফলাফলে তাঁরা প্রভাব ফেলতে ব্যর্থ। গ্রুপ পর্বের মতোই, 'সুপার ফোর'-র ম্যাচেও হেসেখেলে পাকিস্তানকে হারাল ভারতীয় দল। এই নিয়ে বিভিন্ন ফর্ম্যাট মিলিয়ে বিগত সাত ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ম্যাচ জিতল টিম ইন্ডিয়া।

পাকিস্তানের এই পরাজয়ের পরেই দলের বিশ্বজয়ী অধিনায়ক তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) পাকিস্তান ক্রিকেট বোর্ডকে একহাত নিয়েছেন। কিংবদন্তি ক্রিকেটারের মতে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও পিসিবির চেয়ারম্যান মহসিন নখভিরা ওপেন করতে নামলে, তখনই হয়তো পাকিস্তান ভারতকে হারাতে পারবে।

পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, ইমরান খানের বোন আলিমা খান সোমবার রিপোর্টারদের সঙ্গে কথা বলেন। সেই সময়ই তিনি এশিয়া কাপের ওই ম্যাচের বিষয়ে ইমরান খানের বিবৃতি সর্বসমক্ষে জানান। ইমরানের তরফে আরও দাবি করা হয় ভারতকে হারাতে হলে পাকিস্তানের তরফে দেশের  প্রধান বিচারপতি কাজি ফইজ ঈশা এবং মুখ্য নির্বাচন কমিশনার সিকান্দর সুলতান রাজাকে আম্পায়ারের দায়িত্বও সামলাতে হবে। তৃতীয় আম্পায়ারের ভূমিকায় প্রয়োজন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি সরফরাজ ডোগারকে দরকার বলেও জানানো হয়। অর্থাৎ দলের ওপর বিন্দুমাত্র আস্থা রাখতে পারছেন না ইমরান খান।

ইমরান খান এই প্রথম নয়, এর আগেও পিসিবিকে প্রবল আক্রমণ শানিয়েছেন। মহসিন নখভিকে বোর্ডের দায়িত্ব সামলানোর জন্য অযোগ্য তকমা দিয়ে স্বজনপ্রীতিরও অভিযোগ তুলেছিলেন ইমরান। আমিম মুনিরকেও এর আগে বারংবার বিভিন্ন কারণে আক্রমণ শানিয়েছেন ইমরান।

সপ্তাহান্তে পাকিস্তানকে সাত বল বাকি থাকতেই ছয় উইকেটে হারানোর পর ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবও কিন্তু বিস্ফোরক দাবি করেছিলেন। তাঁর মতে ভারত ও পাকিস্তানের আর কোনও প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা বলে কিছু নেই। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এসে সূর্যকুমার যাদব জানিয়ে দিলেন যে ভারত ও পাকিস্তান কোনও সমকক্ষ দলই নয়। যেভাবে ভারতীয় ক্রিকেট দল বারবার পাকিস্তান দলকে হারিয়ে এসেছে প্রত্যেক টুর্নামেন্টে, যা ইতিহাস তাতে ভারতের সমকক্ষ দল কোনওভাবেই মানা যাবে না পাকিস্তানকে। সাম্প্রতিক পরিসংখ্যানও কিন্তু সূর্যের পক্ষেই সাফাই দিচ্ছে।