কক্সবাজার : নভদীপ সাইনি (Navdeep Saini), মুকেশ কুমারদের (Mukesh Kumar) দাপটে টালমাটাল বাংলাদেশ। ইন্ডিয়া এ বনাম বাংলাদেশে এ-র চারদিনের প্রথম ম্যাচের শুরুর দিনে লাঞ্চে যাওয়ার আগেই ৫৬ রান তোলার পথে ৫ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ এ দল। টসে জিতে অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়া যে সঠিক ছিল, সেটা বুঝিয়ে দেন সাইনি-কুমার। নভদীপ সাইনি (৩/২১) তিনটি ও মুকেশ কুমার (২/২৩) দুটি উইকেট দখল করেছেন।
বাংলাদেশ এ দল যথেষ্ট শক্তিশালী দলই নামিয়েছে। অপরদিকে জাতীয় দলের প্রত্যাশী ভারতীয় ক্রিকেটারদের নিয়ে গড়া ইন্ডিয়া এ দল। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের পাশাপাশি যশস্বী জয়সওয়াল, যশ ধূল, সরফরাজ খান, তিলক ভার্মা, উপেন্দ্র যাদব, জয়ন্ত যাদব, সৌরভ কুমার, আতিত শেঠ, নভদীপ সাইনি ও মুকেশ কুমার ইন্ডিয়া-এ হয়ে খেলছেন। কস্কবাজারের শেখ কামাল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে চলছে খেলা। পাশাপাশি সকাল সাড়ে ৮ টা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইউটিউব লিঙ্কে গিয়ে সরাসরি দেখা যাচ্ছে খেলা।
পরের ম্যাচে ভারতের অধিনায়কত্ব করবেন চেতেশ্বর পূজারা। যে ম্যাচে খেলবেন উমেশ যাদব, কেএস ভরথও। তাই এই ম্যাচে ভারতের তরুণ তুর্কিরা কেমন পারফর্ম করেন, সেটা দেখার দিকেই নজর থাকবে সকলের। বিশেষ করে বাড়তি নজর রয়েছে নভদীপ সাইনি, সরফরাজ খানদের পারফরম্যান্সের দিকে।
বাংলাদেশ এ-র বিরুদ্ধে ইন্ডিয়া এ-র ম্যাচের দিকে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের বাড়তি নজর থাকবে টিম ইন্ডিয়ার সাপ্লাই লাইনে থাকা একাধিক ক্রিকেটারদের মধ্যে কে এগিয়ে যান, সেটা দেখার দিকে। ইন্ডিয়া এ- দলের দায়িত্ব তাঁর কাঁধে থাকলেও বাংলাদেশে দলের সঙ্গে যাননি কোচ ভিভিএস লক্ষ্মণ। তাঁর জায়গায় এই সিরিজে দলের কোচের দায়িত্ব সামলাচ্ছেন দলের ফিল্ডিং কোচ টি দিলীপ। তাঁকে যে কাজে সঙ্গ দিচ্ছেন সীতাংশু কোটাক।
প্রসঙ্গত, বাংলাদেশ এ-র বিরুদ্ধে দুটি চারদিনের ম্যাচ খেলবে ইন্ডিয়া এ। এই ম্যাচের পর আগামী ৬ ডিসেম্বর থেকে পরের ম্যাচ।
আরও পড়ুন- এক ওভারে ৭ ছক্কা, বিজয় হাজারেতে অনন্য রেকর্ড রুতুরাজের