বেঙ্গালুরু: আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ় নিজেদের নামে করে নিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। আপাত অর্থে আজকের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ (IND vs AFG 3rd T20I) নিয়মরক্ষারই। কিন্তু বিশ্বকাপের দল বাছাইয়ের আগে এটাই টিম ইন্ডিয়ার শেষ আন্তর্জাতিক ম্যাচ হওয়ায় এই ম্যাচটি বাড়তি গুরুত্ব পাচ্ছে। 


এই ম্যাচেই আবার বিরাট কোহলির (Virat Kohli) সামনে ভারতীয় হিসাবে এক অনন্য রেকর্ড গড়ার হাতছানি রয়েছে। প্রয়োজন আর মাত্র ছয় রান। তাহলেই প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে (আন্তর্জাতিক + লিস্ট এ) ১২ হাজার রানের গণ্ডি পার করে ফেলবেন কোহলি। বর্তমানে বিশ ওভারের ফর্ম্য়াটে ৩৭৫ ম্য়াচে ১১৯৯৪ রান করেছেন 'কিং কোহলি'। তিনি গোটা বিশ্বে চতুর্থ ব্যাটার হিসাবে এই কীর্তি গড়তে পারেন।


আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির ভারতীয় দলে জায়গা পাওয়া নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছিল যে নির্বাচকর কোহলিকে দলে চান না। বরং তাঁরা এমন এক ব্যাটারকে চান যে শুরু থেকেই চালিয়ে ব্যাট করতে পারবে। তবে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার যে কোনও ভূমিকাই যে সাবলীলভাবে পালন করতে পারেন, তা প্রমাণ করে দিচ্ছেন কোহলি। নতুন ভঙ্গিমায় ব্যাট হাতে এই সিরিজ়ে নিজেকে চেনাচ্ছেন কোহলি। তাঁর শুরু থেকেই আগ্রাসী ব্য়াটিং, বড় শট হাঁকানোর চেষ্টা, এ যেন এক অন্য় কোহলি।


হোলকার স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১৬ বলে কোহলির ২৯ রানের ইনিংসের মধ্যে কিন্তু সেই ঝলকই দেখা গিয়েছিল। এই কোহলিকেই বেঙ্গালুরুতেও ফের একবার দেখতে ভিড় জমাবেন দর্শকরা। চিন্নাস্বামী তাঁর আবার 'হোম গ্রাউন্ড' যে। আদপে দিল্লির ছেলে কোহলি কিন্তু এই চিন্নাস্বামী স্টেডিয়ামেই আইপিএলে ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে বিগত দেড় দশক ধরে খেলে আসছেন। তাই মাঠে তাঁদের প্রিয় তারকাকে জাতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখার সুযোগ কেউই হাতছাড়া করতে চাইবেন না। কোহলি ছোট মাঠ এবং ব্যাটিং সহায়ক পিচের লাভ তুলে বড় রান হাঁকাতে পারেন কি না, সেটাই দেখার বিষয়।    


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 


আরও পড়ুন: বিশ্বকাপের দল বাছাইয়ের আগে শেষ ম্যাচ, চিন্নাস্বামীতে আফগানদের বিরুদ্ধে পরীক্ষা ভারতীয় বোলারদের