নাগপুর: পাঁচ মাস চোটের কারণে মাঠের বাইরেই থাকতে হয়েছিল রবীন্দ্র জাডেজাকে। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক প্রত্যাবর্তন ঘটিয়েছেন রবীন্দ্র জাডেজা। আর প্রত্যাবর্তন ম্যাচেই সেরা হলেন ভারতের তারকা অলরাউন্ডার। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি ৭০ রান করেন জাডেজা এবং দ্বিতীয় ইনিংসে দুই উইকেট নেন তিনি।


এনসিএ কর্মীদের ধন্যবাদ


এই দুরন্ত পারফরম্যান্সের জন্যই সেরা হলেন জাডেজা। তিনি ম্যাচ শেষে নিজের দুরন্ত পারফরম্যান্সের জন্য কিন্তু জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কর্মীদেরই কৃতজ্ঞতা জানালেন। জাডেজা বলেন, 'পাঁচ মাস পরে ম্যাচে নিজের সেরাটা দিতে পারা, উইকেট নেওয়া, রান করার অনুভূতিটা দারুণ। আমি যখন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ছিলাম, তখন রিহ্যাবের সময় প্রচুর খেটেছি। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির সমস্ত কর্মী, ফিজিও, ট্রেনাররা অনেক খাটা খাটনি করেছেন এবং তাঁদের সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই।'


ম্যাচে নিজের পারফরম্যান্স প্রসঙ্গে কথা বলতে গিয়ে জাডেজা বলেন, 'আমি ম্যাচে সবসময় ভাল জায়গায় বল রাখতে চেষ্টা করি। এই পিচে বল ঘুরছিল, কয়েকটা সোজা যাচ্ছিল এবং কয়েকটা বল আবার পিচে পড়ে নীচুও থাকছিল। অস্ট্রেলিয়ানরা স্যুইপ-রিভার্স স্যুইপ মারার চেষ্টা করবে, সেটা জানতামই। আর ব্যাট হাতে সবসময় জিনিসপত্র সহজ, সরল রাখি। বেশি পরীক্ষা করার কোনওরকম চেষ্টা করি না। সত্যি বলতে আমি কিন্তু আজকাল নিজের ব্যাটিং নিয়েই বেশি খাটা খাটনি করি। পাঁচ, ছয়, সাত নম্বরে যারা ব্যাট করে, তাদের কাঁধে গুরুদায়িত্ব থাকে।'


জাডেজার শাস্তি


ভারত অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচের (IND vs AUS 1st Test) মাধ্যমেই পাঁচ মাস পরে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটান রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। ম্যাচে অনবদ্য পারফর্ম করে জাডেজা ম্যাচ সেরাও হন। তবে প্রত্যাবর্তন ম্যাচেই বিতর্ক। ম্যাচের প্রথম দিনেই জাডেজাকে খেলা চলাকালীন আঙুলে এক ধরনের ক্রিম লাগাতে দেখা যায়। সেই নিয়ে কম জলঘোলা হয়নি। এবার এই ঘটনার জেরে কড়া শাস্তিও পেলেন ভারতের তারকা অলরাউন্ডার।


আম্পায়ারকে না জানিয়ে ম্যাচের মাঝে বোলিং আঙুলে ক্রিম লাগানোর জন্য ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির তরফে জাডেজাকে এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। এখানেই শেষ নয়, কাটা যায় তাঁর ম্যাচ বাবদ প্রাপ্ত বেতনের ২৫ শতাংশও। তবে অজি মিডিয়ার দাবিকে নস্যাৎ করে দেয় আইসিসি। অজি মিডিয়ার একাংশ দাবি করেছিল যে বল বিকৃত করার লক্ষ্যেই জাডেজা তাঁর আঙুলে ওই ক্রিম ব্যবহার করেছিলেন। আইসিসি নিশ্চিত যে এমন কোনও ঘটনা ঘটেনি। প্রথম টেস্টে উপস্থিত আইসিসির প্রতিনিধিরা বলের পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেন যে জাডেজা কোনওভাবেই বল বিকৃত করেননি।


আরও পড়ুন: তাসের ঘরের মত ভাঙন অজি শিবিরে, ইনিংস ও ১৩২ রানে নাগপুর টেস্টে জয় ভারতের