করাচি: ওয়ান ডে ফর্ম্য়াটে বিশ্বের অন্যতম সেরা ব্য়াটার তিনি। দু-দুবার বর্ষসেরা ওয়ান ডে প্লেয়ারের তকমা পেয়েছেন। তবে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের লক্ষ্য বিশ্বকাপ (World Cup 2023) জয়। ৫০ ওভারের ফর্ম্যাটে চলতি বছরের শেষেই রয়েছে বিশ্বকাপ। সেই টুর্নামেন্টেই পাকিস্তানকে জেতাতে মরিয়া বাবর। 


কী বলছেন বাবর?


২০২১ সালের জুলাই মাস থেকে ওয়ান ডে ফর্ম্যাটে ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন বাবর আজম। ধারাবাহিকভাবে রান করে গিয়েছেন পাকিস্তানের অধিনায়ক। তিনি বলছেন, ''আমার লক্ষ্য একটাই, তা হল বিশ্বকাপে দেশের জার্সিতে ফের প্রতিনিধিত্ব করা ও দেশকে বিশ্বকাপ জেতানো। চলতি বছরের শেষেই বিশ্বকাপ রয়েছে। ব্যক্তিগত মাইলস্টোন তো অবশ্যই আলাদা অনুভূতি দেয়। কিন্তু আমার কাছে বিশ্বকাপ জেতার থেকে বেশি কিছু নেই। ওটাই একমাত্র লক্ষ্য আমার।''


২০২২ সালে মোট ৯টি ওয়ান ডে ম্যাচে খেলে একটিতে মাত্র হেরেছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ম্যাচে হারতে হয়েছে বাবরের দলকে। আসন্ন এপ্রিলে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ রয়েছে পাকিস্তানের। সেই সিরিজে ভাল ফল করতে চাইবে নিঃসন্দেহে পাক শিবির। এরপর আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ ও এশিয়া কাপও রয়েছে। বাবর আরও বলেন, ''চলতি বছর আমাদের অনেকগুলো সাদা বলের ফর্ম্যাটের সিরিজ রয়েছে। বিশ্বকাপের আগে যা আমাদের প্রস্তুতিতে সাহায্য করবে। কোনও কিছুই একবারে অর্জন করা যায় না। তার জন্য ধাপে ধাপে এগােতে হয়। আমিও তেমনই চাই। অনেক পরিশ্রম করতে হবে আমাদের।''


রাজকোটে তৃতীয় ম্যাচ অনিশ্চিত


 বর্ডার-গাওস্কর ট্রফির তৃতীয় টেস্ট হওয়ার কথা ছিল ধরমশালায় (Dharmshala)। কিন্তু সূত্রের খবর, সেই ম্যাচটি ধরমশালা (Dharmshala) থেকে সরতে পারে। আগামী ১ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল ধরমশালা টেস্ট। তবে বিসিসিআই অন্য মাঠে খেলা আয়োজনের কথা ভাবছে। কারণ ধরমশালা স্টেডিয়ামের পুণনির্মানের পর তা এখনও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উপযোগী না বলে মনে করা হচ্ছে।


বিসিসিআইয়ের তরফে অবশ্য এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি। কিছুদিনের মধ্যেই বিসিসিআইয়ের তদন্তকারী দল মাঠ পরিদর্শনে আসবেন। এরপরই হয়ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ব্যাক আপ ভেনু হিসেবে রয়েছে পুণে, রাজকোট, বিশাখাপত্তনম ও ইন্দোর। গত ফেব্রুয়ারিতে শেষবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল ভারত। সেটিই ছিল শেষবার এই মাঠে কোনও ক্রিকেটের আসর।