নয়াদিল্লি: নাগপুরে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট (IND vs AUS 1st Test) শুরু হচ্ছে। সেই টেস্টে ভারতীয় একাদশে কে সুযোগ পাবেন, তা নিয়ে প্রবল জল্পনা-কল্পনা অব্যাহত। কেএল রাহুল না শুভমন গিল (Shubman Gill), সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) সুযোগ পাবেন কি না, সেই নিয়েও রয়েছে জল্পনা। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) কিন্তু স্পষ্টভাবে কিছুই জানাতে চাননি।
ভারতীয় একাদশ
রোহিত বলেন, 'আমাদের দলের অনেকেই ভাল পারফর্ম করছেন। দল নির্বাচন করাটা বেশ কঠিন হবে। এটা আমাদের দল যে কতটা শক্তিশালী তা প্রমাণ করে। আমরা তাই প্রতিটি মাঠে গিয়ে, সেখানের পিচ পর্যবেক্ষণ করে সেই অনুযায়ীই সেরা একাদশ বাছাই করব। অতীতেও আমরা এমনভাবেই দল বাছাই করেছি এবং আগামী দিনেও এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।'
ভারতীয় একাদশে কেএল রাহুলের জায়গা পাওয়া নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করলেও, দলের সহ-অধিনায়ককে একাদশ থেকে বাদ দেওয়াটা এক বিরাট বড় সিদ্ধান্তই বটে। তাই একাদশে জায়গা পাওয়ার লড়াইটা শুভমন এবং সূর্যকুমারের মধ্যে হওয়ার সম্ভাবনাটাই বেশি। এই বিষয়ে সোজাসুজি রোহিতকে জিজ্ঞেস করাও হয়। তবে তিনি ম্যাচের আগে কিছুই জানাতে চাননি। রোহিত বলেন, 'কাল সকাল ৯টায় টস হবে। আমরা পরিবেশ পরিস্থিতি বুঝে দল নির্বাচন করব। পিচ যেমন হবে তার ওপর নির্ভর করে আমাদের যাকে দলে প্রয়োজন হবে, তাকেই একাদশে সুযোগ দেওয়া হবে। এই সহজ বার্তাটা আমরা দলের খেলোয়াড়দেরও দিয়েছি। তাই দলের একাদশে যে কেউ সুযোগ পেতে পারেন।'
পন্থকে চড়!
গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে তিনি এখন হাসপাতালে শয্যাশায়ী। গত এক মাস ধরে হাসপাতালে ভর্তি ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ (Rishabh Pant)। প্রাণরক্ষা হলেও, আপাতত বেশ কয়েক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গিয়েছেন রুরকির তারকা। চলতি বছর ওয়ান ডে বিশ্বকাপেও পন্থের খেলার সম্ভাবনা কার্যত নেই। যদিও পন্থ সেরে উঠলেই তাঁকে সামলাতে হতে পারে বিশ্বকাপজয়ী অধিনায়কের ক্ষোভ। ভারতের বিশ্ব চ্যাম্পিয়ন অধিনায়ক কপিল দেব (Kapil Dev) পন্থকে চড় মারতে চান!
কপিল দেবের বিরক্তির কারণ ঋষভ পন্থের অবহেলা। প্রাক্তন কিংবদন্তি অলরাউন্ডার মনে করেন, পন্থের চোটের কারণে দলের অনেক ক্ষতি হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর সিরিজের আগে পুরো কম্বিনেশনটাই বদলাতে হয়েছে টিম ইন্ডিয়াকে। কপিল বলেন, ‘আমি পন্থকে খুব ভালবাসি। আমি চাই ও দ্রুত সুস্থ হয়ে উঠুক। সেটা হলে আমি গিয়ে ওকে একটা চড় মারব। আমি ওকে বলব নিজের যত্ন নিতে। ওর চোটের কারণে দলকে সব কিছু পাল্টাতে হয়েছে। আমি ওকে নিয়ে চিন্তিত। পাশাপাশি ওর উপর রেগেও রয়েছি। কেন এখনকার ছেলেরা এমন ভুল করে। এর জন্যও ওর একটা চড় খাওয়া উচিত।’