নয়াদিল্লি: আইপিএলের (IPL) নতুন মরসুম শুরু হতে এখনও দিন দশেকের বেশি সময় হাতে রয়েছে। তবে ইতিমধ্যেই ধীরে ধীরে টুর্নামেন্ট ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে। এরই মাঝেই এক বড় ঘোষণা করে ফেলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)।
তুলে রাখা হল জার্সি
আরসিবির দুই সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে ক্রিস গেল (Chris Gayle) ও এবি ডিভিলিয়ার্সের (AB de Villiers) নাম একেবারে শীর্ষের দিকেই থাকবে। বছরের পর বছর ব্যাট হাতে এই দুই তারকা আরসিবিকে প্রচুর ম্যাচ জিতিয়েছেন। এবার এই দুই তারকাকে বিশেষ সম্মান জানানোরই সিদ্ধান্ত নিল আরসিবি ম্যানেজমেন্ট। এই দুই তারকার জার্সি নম্বরকে চিরতরে তুলে রাখার সিদ্ধান্ত নিল আরসিবি। আরসিবির আর কোনও তারকাকে তাই ভবিষ্য়তে ১৭ (ডিভিলিয়ার্স) বা ৩৩৩ (গেল) নম্বর জার্সিতে দেখা যাবে না।
আরসিবির তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্তটি জানানো হয়। আরসিবির তরফে লেখা হয়, 'এবি ডিভিলিয়ার্স ও ক্রিস গেলকে হল অফ ফেমে জায়গা করে দেওয়ার পর, তাঁদের সম্মান জানাতে জার্সি নম্বর ১৭ ও ৩৩৩ চিরতরে তুলে রাখা হবে।'
আইপিএলের করোনাবিধি
বিগত কয়েক মরসুমে করোনা (Covid-19) কাঁটায় ক্রিকেটারদের একাধিক বিধিনিষেধ মেনেই আইপিএলে (IPL) অংশগ্রহণ করতে হয়েছিল। বর্তমানে করোনার চোখরাঙানি নেই বললেই চলে, তাই তেমন কোনও বিধিনিষেধও নেই। সাম্প্রতিক সময়ে তো করোনা আক্রান্ত ক্রিকেটাররাও ম্যাচে অংশগ্রহণ করেছেন। তবে এক্ষেত্রে বিপরীত পথ অবলম্বন করতে চলেছে আইপিএলের আয়োজক সংস্থা।
আসন্ন মরসুমে জৈব বলয়ের বাধা নেই। তবে আইপিএল ম্যানেজমেন্ট ঝুঁকি নিতে আগ্রহী নয়। একাধিক রিপোর্ট অনুযায়ী আইপিএলের সময় কোনও ক্রিকেটার করোনা আক্রান্ত হলে তাঁকে সেই সময় মাঠে নামার অনুমতি দেওয়া হবে না। উপরন্তু, আক্রান্ত ব্যক্তিকে দলের বাকি সকলের থেকে পৃথকভাবে সাতদিন আইসোলেশনে কাটাতে হবে। করোনা আক্রান্ত ক্রিকেটারের রিপোর্ট যতক্ষণ না পর্যন্ত নেগেটিভ আসছে, ততক্ষণ তিনি অনুশীলনও করতে পারবেন না। প্রসঙ্গত, করোনা আক্রান্ত হওয়ার পাঁচদিনের আগে আবার পরীক্ষাও করা যাবে না বলেই খবর।
আরও পড়ুন: ভারত-অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ান ডেতে প্রভাব ফেলবেন বরুণদেব?