ইনদওর: আজ, রবিবার, ২৪ সেপ্টেম্বরই ইনদওরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারতীয় দল (IND vs AUS 2nd ODI)। এই ম্যাচ জিতেই সিরিজ জয়ের হাতছানি রয়েছে টিম ইন্ডিয়ার (Team India) সামনে। তবে এই ম্যাচে ভারতীয় দলের তারকা বোলার যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) খেলবেন না। এমনকী তিনি দলের সঙ্গে ইনদওরেও যাননি।


বিসিসিআইয়ের তরফে ম্যাচের প্রাক্কালেই বুমরার না খেলার কথাটি জানানো হয়। দীর্ঘমেয়াদি চোট কাটিয়ে হালেই আয়ারল্যান্ড সফরে নিজের প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন বুমরা। তাই তাঁর অনুপস্থিতি স্বাভাবিকভাবেই ভারতীয় অনুরাগীদের চিন্তার বড় কারণ। তবে সমর্থকদের উদ্বেগের কোনও কারণ নেই। বুমরার কোনওরকম চোট লাগেনি।


বিসিসিআইয়ের তরফে জানানো হয় তিনি নিজের পরিবারের সঙ্গে দেখা করার জন্যই অল্প দিনের ছুটি পেয়েছেন। সেই কারণেই ইনদওরে তাঁকে খেলতে দেখা যাবে না। তাঁর বদলে ভারতীয় দলে দ্বিতীয় ওয়ান ডের জন্য যোগ দিয়েছেন বাংলার হয়ে খেলা তারকা ফাস্ট বোলার মুকেশ কুমার (Mukesh Kumar)। মুকেশ অবশ্য শুধু এই ম্যাচের জন্যই ভারতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছেন। ২৭ সেপ্টেম্বর রাজকোটে তৃতীয় ওয়ান ডে আয়োজিত হবে। সেই ম্যাচের আগেই বুমরার ভারতীয় দলে ফিরে আসার কথা। বুমরা ফিরলেই মুকেশকে ছেড়ে দেওয়া হবে।


 






এশিয়া কাপের প্রথম ম্যাচের পরেই ভারতে ফিরেছিলেন যশপ্রীত বুমরা। সদ্যই বাবা হয়েছেন তিনি। পরবর্তীতে অবশ্য টুর্নামেন্টের সুপার ফোর এবং ফাইনালে খেলেন তিনি। সামনেই বিশ্বকাপ। দীর্ঘ সময় জাতীয় দলের সঙ্গ কাটাতে হবে বুমরাকে। তাই সদ্যই বাবা হওয়ায় তারকা ক্রিকেটার সম্ভবত নিজের সদ্যোজাতর সঙ্গে খানিকটা সময় কাটানোর জন্যই অল্প দিনের ছুটি পেয়েছেন। তবে রাজকোটে তিনি পুনরায় দলে ফেরায়। তাঁর ম্যাচ ফিটনেসের অন্তত কোনওরকম সমস্যা হওয়ার কথা নয়।  


আরও পড়ুন: বাংলাদেশকে দুরমুশ করে এশিয়ান গেমসের ফাইনালে ভারত