ইনদওর: ৫০ ওভারের বিশ্বকাপ শুরু হতে আর কয়েকদিনের অপেক্ষামাত্র। শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে সব দলই। এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ খেলছে ভারত। আর সেই সিরিজেরই দ্বিতীয় ম্যাচে দুরন্ত শতরান হাঁকান শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ১০৫ রানের অনবদ্য ইনিংসে জিতে নেন ম্যাচ সেরার পুরস্কারও।


বিশ্বকাপের আগে কেএল রাহুল, ঈশান কিষাণ এশিয়া কাপে রান করেছেন। অপেক্ষা ছিল শ্রেয়স আইয়ারের ফর্মে ফেরার। তিনিও ইনদওরে (IND vs AUS 2nd ODI) দুরন্ত শতরান হাঁকিয়ে নিজের দক্ষতা ফের একবার প্রমাণ করেন। বিরাট কোহলি সিরিজের প্রথম দুই ম্যাচে নেই। তাঁর অনুপস্থিতিতে তিন নম্বরে ব্যাটে নেমেই শতরান করেন শ্রেয়স। ভারতীয় একাদশে তাঁর জায়গা পাওয়া নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েছে বটে। শতরান হাঁকানোর পর অনেকেই মনে করছেন তাঁকে তিনে খেলানো যেতে পারে। তবে শ্রেয়স নিজে কিন্তু এমনটা একেবারেই মনে করছেন না।


শ্রেয়সের স্পষ্ট কথা, বিরাট কোহলির (Virat Kohli) জায়গা কেউ নিতে পারবে না। ইনদওরে ভারত-অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের পর শ্রেয়স বলেন, 'আমার ব্যাটিং করার জন্য আলাদা করে পছন্দের কোনও জায়গা নেই। যে কোনও জায়গায় দলের প্রয়োজনে ব্যাট করতে আমি তৈরি। তবে বিরাট সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার। ওঁর থেকে তিন নম্বর স্থান ছিনিয়ে নেওয়ার সুযোগ কারুর কাছ নেই।'


বছরের শুরর দিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীনই চোট পেয়েছিলেন শ্রেয়স। তারপর দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। অবশেষে ফর্মে ফিরে খানিকটা আশ্বস্তও শ্রেয়স নিজেও। 'বিগত কয়েক মাস ধরে আমি প্রচুর খেটেছি। অবশেষে দলে ফিরে, সাজঘরে ফিরে ভালই লাদগছে। টিভিতে বিগত সময়ে প্রচুর খেলা দেখেছি এবং যতই দেখেছি, ততই মাঠে নামার আগ্রহ বেড়েছে। দল আমার উপর আস্থা রাখায় আমি কৃতজ্ঞ।' বলেন তারকা ব্যাটার।


অজ়িদের বিরুদ্ধে শতরানের পর নিজের ব্যাটিং পরিকল্পনাও সকলকে জানান শ্রেয়স। তিনি বলেন, 'আমার বর্তমান পরিস্থিতিতে আমার কী করা উচিত, তা ভালভাবেই জানতাম। পরিকল্পনা বাস্তবায়িত করতে পেরে ভাল লাগছে। আজ ব্যাটিংয়ে সময় সোজা খেলারই চেষ্টা করছিলাম। জটিলতা বাড়িয়ে লাভ নেই।' এই ইনিংসের পর শ্রেয়স বিশ্বকাপে ভারতীয় একাদশে সুযোগ পান কি না,সেটাই দেখার বিষয় এখন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: সেঞ্চুরি হাঁকালেন শ্রেয়স, শতরান করে সচিনকে টেক্কা গিলের, ছুঁলেন পন্টিংকে