অ্যাডিলেড: পারথ টেস্টে মিচেল স্টার্ককে (Mitchell Starc) তরুণ যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) স্লেজিংয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়েছিল। ভিডিওটা দেখে সকলেই খানিকটা চমকে গিয়েছিলেন, যশস্বীর নির্ভীক মানসিকতা প্রশংসাও কুড়িয়েছিল। স্টার্ক কিন্তু জবাবটা বলেই দিলেন। অ্যাডিলেডে একেবারে টেস্টের (IND vs AUS 2nd Test) প্রথম বলে যশস্বীকে আউট করে সাজঘরে ফেরান তারকা অজ়ি বোলার।


টেস্টের প্রথম বলে ফুল লেংথের বলে যশস্বীকে এলবিডব্লু করেন তিনি। তরুণ ভারতীয় ব্যাটারের বিরুদ্ধে কি বিশেষ কোনও পরিকল্পনা তৈরি করে নেমেছিলেন স্টার্ক? প্রথম দিনের খেলাশেষে স্টার্ককে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'স্টাম্পে বল রেখে প্যাডে মারব। এটা বাদে আর কিছুই ভাবিনি।' তিনি জানান শুরুতে নতুন বল হাতে স্টাম্প আক্রমণ করাটাই বরাবর তাঁর পরিকল্পনা থাকে। 'বেশ অনেকদিন ধরে এটাই তো আমার ভূমিকা। শুরুতেই স্টাম্প আক্রমণ করে সাফল্য লাভ করারই লক্ষ্যে থাকি। আজ একটা সাফল্য পেয়ে সন্তুষ্ট লাগছে। এই ব্যাটিং আক্রমণের বিরুদ্ধে শুরুতেই সাফল্য পাওয়াটা যে কতটা জরুরি, সেটা আমরা সকলেই জানি। এমনভাবে শুরুটা হলে তো ভালই। এটা নিঃসন্দেহে বড় ম্যাচ ও বড় সিরিজ়।' বলেন তিনি। 


স্টার্ক এদিন ৪৮ রানের বিনিময়ে ছয় উইকেট নেন। ১৮০ রানে অল আউট হয়ে যায় ভারতীয় দল। এটাই টেস্টে স্টার্কের কেরিয়ার সেরা বোলিং। স্টার্কের মতে আইপিএল এবং টি-টোয়েন্টি ক্রিকেটের জেরেই ভয়ের বিযয়টা আজকালকার তরুণদের মধ্যে আর নেই। 'খেলার ধরন বদলেছে। মনে হয় সেটা অনেকটা টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য। এদের অনেকেই তো আইপিএলের মাধ্য়মে উঠে এসেছে এবং ওরা সকলেই অকুতোভয়।' বলেন তারকা ফাস্ট বোলার। 


প্রথম দিন শেষে অ্যাডিলেডে কিন্তু অ্যাডভান্টেজ় অস্ট্রেলিয়া। প্রথম দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার স্কোর এক উইকেটের বিনিময়ে ৮৬ রান। দিনশেষে ভারতের থেকে মাত্র ৯৪ রানে পিছিয়ে। অজ়িদের হাতে এখনও নয় উইকেট রয়েছে। আপাতত ম্যাকস্যুইনি ৩৮ ও লাবুশেন ২০ রানে ব্যাট করছেন। দ্বিতীয় দিনের প্রথম সেশনের ওপর কিন্তু অনেকাংশে ম্যাচের ভবিষ্যত নির্ভরশীল।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: পিছিয়ে থাকলেও হার মানবে না ভারত, অ্যাডিলেডে প্রথম দিনশেষে স্পষ্ট বার্তা ভারতীয় সহকারী কোচের