চেন্নাইঃ প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের পর, দ্বিতীয় ম্যাচে ১০ উইকেটে হার। আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের নির্ণায়ক ম্যাচে খেলতে নামছে ভারতীয় দল। চলতি বছর ঘরের মাঠে ৫০ ওভারের ওয়ান ডে বিশ্বকাপ। তার আগে এই সিরিজ অনেকটাই ড্রেস রিহার্সাল বলা চলে। নির্বাচকরাও কিছু প্লেয়ারকে দেখে নিতে চাইছেন। কিন্তু তৃতীয় ওয়ান ডে ম্যাচ যেহেতু এখন ডু অর ডাই হয়ে গিয়েছে, তাই এই ম্যাচে পরীক্ষা-নিরীক্ষা করতে চাইছে না টিম ম্যানেজমেন্ট।
আজকের ম্যাচ
আজ ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ান ডে হবে
কোথায় ম্যাচ?
আজকের ম্যাচটি হবে পি চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাইতে
ম্যাচ শুরু দুপুর ১.৩০টায়, তার আধঘণ্টা আগে টস হবে
কোথায় দেখা যাবে খেলা?
ম্যাচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস নেটওয়ার্কে। পাশাপাশি হটস্টার অ্যাপেও এই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে।
মরণ-বাঁচন ম্যাচ। চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে (MA Chidambaram Stadium in Chennai) ম্যাচ যার, সিরিজও তার। এমন অবস্থায় বুধবারের ম্যাচে কি বদল আসতে চলেছে ভারতীয় স্কোয়াডে ? তুলনামূলক রুক্ষ ও ঘূর্ণি পিচে কি প্রাধান্য দেওয়া হয়ে বাড়তি স্পিনার খেলানোয়, নাকি বাড়তি পেসার খেলিয়ে পাল্টা অজিদের চাপে রাখার চেষ্টা করবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এই অবস্থায় উমরান মালিককে (Umran Malik) সুযোগ দেওয়ার পক্ষেই সওয়াল করেছেন ব্রেট লি (Breet Lee)। অস্ট্রেলিয়ার প্রাক্তন কিংবদন্তী পেসারের মতে, উমরানের সুযোগ পাওয়া উচিত।
ব্রেট লি বলেছেন, 'ওঁর (উমরান মালিক) বোলিং খুব ভাল লাগে। কেন নয়, সুযোগ দেওয়া উচিত ওঁকে তৃতীয় একদিনের আন্তর্জাতিকে। গতবছরও বলেছিলাম, অস্ট্রেলিয়ায় বিশ্বকাপে সুযোগ দেওয়া উচিত ছিল উমরানকে। দলে থাকলে প্রথম একাদশে খেলার প্রথম পছন্দই হত ও। যে গতিতে বলটা ও করতে পারে, সেটাই সবথেকে বড় অ্যাডভান্টেজ।'
প্রসঙ্গত, ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের প্রথম একদিনের ম্যাচে ১০ ওভারের বেশি বাকি থাকতেই ৫ উইকেটে ম্যাচ জিতে নিয়েছিল ভারত। যে ম্যাচে দুরন্ত ইনিংস খেলেছিলেন কেএল রাহুল। যদিও ভাইজ্যাগে সিরিজের দ্বিতীয় ম্যাচে কার্যত ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হয়েছিল ভারতকে। ১১৭ রানে শেষ হয়ে গিয়েছিল ভারতের ইনিংস। মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ের পর ব্যাটারদের দাপটে ১০ উইকেটে ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া। একদিনের আন্তর্জাতিকের ইতিহাসে ভারতের যেটি সবথেকে বড় ব্যবধানে হার।