গুয়াহাটি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতেও (IND vs AUS 3rd T2OI) ভারতের ব্যাটিং বিক্রম অব্যাহত। রুতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) অনবদ্য শতরানে ভর করে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটের বিনিময়ে ২২২ রান তুলল টিম ইন্ডিয়া। রুতু ১২৩ রানে অপরাজিত রইলেন, ৩১ রানে অপরাজিত রইলেন তিলক ভার্মা। 


এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ান অধিনায়ক ম্যাথু ওয়েড। অস্ট্রেলিয়ান দলে তিন বদল ঘটানো হয়। শর্ট, সন অ্যাবোট আর অ্যাডাম জাম্পার বদলে ট্র্যাভিস হেড, জেসন বেরেনডর্ফ ও কেন রিচার্ডসন দলে সুযোগ পান। ভারতীয় একাদশে এক বদল ঘটানো হয়। মুকেশ কুমারের বদলে একাদশে ডাক পান আবেশ খান। টস হেরে ব্যাট করতে নেমে ভারতীয় দল কিন্তু শুরুটা ভাল করেনি। দ্বিতীয় ওভারেই বড় শট মারতে গিয়ে জেসন বেরেনডর্ফের বলে ছয় রানে আউট হন যশস্বী জয়সওয়াল। পরের ওভারেই খাতা খোলার আগেই ঈশান কিষাণকে সাজঘরের রাস্তা দেখান কেন রিচার্ডসন।


 






 


ভারতের ব্যাটিং ইনিংসও মন্থরভাবেই এগোচ্ছিল। সপ্তম ওভারে ৫০ রানের গণ্ডি পার করে ভারত। তবে চাপের মুখে ইনিংস সামলে ধীরে ধীরে আগ্রাসী মেজাজে ব্যাটিং করা শুরু করেন সূর্যকুমার যাদব ও রুতুরাজ। অবশ্য জলপানের বিরতির ঠিক পরেই ২৯ বলে ৩৯ রানে ভারতীয় অধিনায়ককে সাজঘরে ফেরান অ্যারন হার্ডি। এরপর সূর্যকে সঙ্গে দিতে মাঠে নামেন তিলক। 


১২ ওভারে তিন উইকেট হারিয়েই শতরান পূরণ করে ভারত। নয়টি চারের সুবাদে ৩২ বলে হাফসেঞ্চুরি হাঁকান রুতুও। একদিকে যেখানে রুতু দুরন্ত আগ্রাসী মেজাজে ব্যাটিং করেন, সেখানে তিলক দেখেশুনে তাঁকে যোগ্য সঙ্গ দেন। চতুর্থ উইকেটে ৪৬ বলে ১০০ রানের পার্টনারশিপ পূরণ করেন দুইজনে। ৫২ বলে কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি হাঁকান রুতু। ইনিংসের শেষ ওভারে গ্লেন ম্যাক্সওয়েলের বিরুদ্ধে ব্যাট হাতে ঝড় তোলেন রুতু। উঠে ৩০ রান। অস্ট্রেলিয়াকে সিরিজ় বাঁচাতে তুলতে হবে ২২৩ রান। রাতে শিশির পড়লে বোলারদের সমস্যা হলেও, এই ম্যাচ জেতা কিন্তু অস্ট্রেলিয়ার পক্ষে সহজ হবে না।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y


আরও পড়ুন: ভারত-অস্ট্রেলিয়া সিরিজ়ের মাঝেই দল ছাড়লেন মুকেশ কুমার, কিন্তু কেন?