গুয়াহাটি: ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টি-টেয়েন্টি ম্যাচে (IND vs AUS 3rd T20I) ভারতীয় একাদশে একটিই বদল করা হয়। মুকেশ কুমারের (Mukesh Kumar) বদলে ভারতীয় একাদশে সুযোগ পান আবেশ খান। তবে পরিকল্পনামাফিক নয়, বাধ্য হয়েই টিম ম্যানেজমেন্টকে এই বদল ঘটাতে হয়েছে।


গোটা দেশ জুড়েই চলছে বিয়ের মরশুম। এরই মাঝে বিয়ের পিড়িতে বসতে চলেছেন ভারত তথা বাংলার ক্রিকেটার মুকেশ কুমারও। সেই কারণেই তিনি ম্যানেজমেন্টের কাছে ছুটি চেয়েছিলেন। সেই ছুটি মঞ্জুরও করা হয়েছে। সেই কারণেই গুয়াহাটিতে খেলছেন না মুকেশ। তিনি তাঁর এই উৎসবের সময়কালটা ছুটিতেই কাটাবেন বলে বিসিসিআইয়ের তরফে জানানো হয়। তবে সিরিজ়ের পরের ম্যাচগুলিতে তাঁকে খেলতে দেখা যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে।


 



 


মুকেশ কেবল তৃতীয় টি-টোয়েন্টিতেই খেলছেন না। শুক্রবার, ১ ডিসেম্বর চতুর্থ টি-টোয়েন্টিতে রায়পুরে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। সেই ম্যাচের আগে আবার ভারতীয় দলে যোগ দেবেন তিনি। মুকেশ কুমারের অনুপস্থিতিতে ভারতীয় দলে সুযোগ পেলেন তারকা অলরাউন্ডার দীপক চাহার (Deepak Chahar)। চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি মুকেশ ফিরলেও কিন্তু চাহার ভারতীয় দলের সঙ্গেই থাকবেন।   


এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক ম্যাথু ওয়েড। ভারতীয় একাদশে যেমন একটি বদল করা হয়েছে, অস্ট্রেলিয়ান একাদশেও কিন্তু তেমন বদল করা হয়েছে। এক নয়, তিন তিনটি। অজ়ি একাদশে সুযোগ পেলেন শর্ট, সন অ্যাবোট আর অ্যাডাম জাম্পার বদলে ট্র্যাভিস হেড, জেসন বেরেনডর্ফ ও কেন রিচার্ডসন দলে সুযোগ পেলেন। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে একাধিক বিশ্বকাপজয়ী তারকাকে অজ়ি টিম ম্যানেজমেন্ট দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে যাদের মধ্যে জাম্পারাও রয়েছেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y


আরও পড়ুন: ক্রিকেটাররা রোবট নয়, টি-টোয়েন্টি সিরিজ়ে অজ়িদের হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও সতীর্থদের পাশেই দাঁড়ালেন কামিন্স