ব্রিসবেন: ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টে মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও ট্র্যাভিস হেডের কথা কাটাকাটি শিরোনাম কেড়ে নিয়েছিল। অ্যাডিলেড ছাড়িয়ে সেই ঘটনার আঁচ এসে পড়ল ব্রিসবেনেও। তৃতীয় টেস্টেও (IND vs AUS 3rd Test) স্ট্যান্ড থেকে মহম্মদ সিরাজের উদ্দেশে ধেয়ে এল প্রবল টিটকিরি।


অ্যাডিলেডে সেঞ্চুরিয়ন হেডকে আউট করে বেশ আগ্রাসী মেজাজে তাঁর সাফল্য উদযাপন করেন সিরাজ। হেডকে সেন্ড অফ দেওয়ার সময়ই দুই দলের দুই তারকার উত্তপ্ত বাক্য বিনিময়ও ধরা পড়ে ক্যামেরায়। সেই ঘটনার পরেই অজ়ি সমর্থকদের চক্ষশূল হয়ে ওঠেন সিরাজ। গোটা টেস্ট জুড়েই চলে টিটকিরি। অ্যাডিলেডের পর ব্রিসবেনেও সেই একই ছবি দেখা গেল। দর্শকদের কটাক্ষের ফলে সিরাজের মনসংযোগও খানিকটা ভঙ্গ হয়।


নতুন বলে তিনি শুরুটা একেবারেই ভালভাবে করতে পারেননি। বেশ কয়েকটা খারাপ বল করেন সিরাজ। তার শাস্তিও পান তিনি। খাওয়াজা তাঁর বলেই জোড়া বাউন্ডারি মারেন। সিরাজের মার খাওয়াটা ব্রিসবেন সমর্থকরা যে বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন, তা তাঁদের প্রতিক্রিয়াই প্রমাণ করে দিচ্ছিল। 


 






এই ঘটনার জন্য অবশ্য সিরাজের ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। সিরাজের এই শাস্তির জন্য আট লক্ষ ৯৫ হাজার ৩৪০ টাকা হারাতে হয়েছে। অর্থাৎ তাঁর বেতন থেকে প্রায় নয় লক্ষ টাকা কাটা যাচ্ছে। বেশ বড় আর্থিক ক্ষতি হচ্ছে তাঁর। হেডকে অবশ্য তেমন কোনও শাস্তির সম্মুখীন হতে হয়নি। তাঁকে শুধু সাবধান করে এবং এক ডিমেরিট পয়েন্ট কেটেই ছেড়ে দেওয়া হয়েছে।


অ্যাডিলেড টেস্ট শেষে কিন্তু সিরাজ ও হেডকে এই ঝামেলা মুখে হাত মেলানোর পাশাপাশি কোলাকুলিও করতে দেখা যায়। দুই তারকা মাঠের ঝামেলা মাঠেই সম্ভবত মিটিয়ে নিতে আগ্রহী ছিলেন। তবে ঘটনাটি এখনও সমর্থকরা যে এখনও ভুলে যাননি, তা আজকের ঘটনাই প্রমাণ করে দিল। এই পরিস্থিতি সামাল দিয়ে সিরাজ ম্যাচে কতটা প্রভাব ফেলতে পারেন, সেটা দেখার বিষয় হতে চলেছে। 







আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।







আরও পড়ুন: বদলে গেল ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট শুরুর সময়, বাকি দিনগুলিতে কখন থেকে চালু হবে খেলা?