আমদাবাদ: আমদাবাদে ক্রিকেট কূটনীতি। ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট শুরুর আগে একসঙ্গে উপস্থিত নরেন্দ্র মোদি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। মাঠে গলফ কার্টে চেপে দু'জনে ঘুরলেন। একসঙ্গে সারলেন উষ্ণ করমর্দন। উপস্থিত লাখো জনতা করতালিতে অভিনন্দন জানালেন দু'দেশের রাষ্ট্রনায়কদের। টসে জিতলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।


এএনআইয়ের রিপোর্ট অনুযায়ী, প্রধানমন্ত্রী মোদিই যে টস করবেন, তা আগেই ঠিক ছিল। ওই রিপোর্টেই দাবি করা হয় অজি প্রধানমন্ত্রী বলেছেন, 'আমার ওপর ভীষণই চাপ রয়েছে, কারণ আমি এবং প্রধামন্ত্রী মোদি কয়েন টস করব।' তবে অজি প্রধানমন্ত্রীর বক্তব্যে এটা স্পষ্ট নয় যে তিনি না ভারতীয় প্রধানমন্ত্রী, ঠিক কে ম্যাচে কয়েন টস করবেন। প্রসঙ্গত, এর আগে ভারতীয় প্রধানমন্ত্রীও আমদাবাদে নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে বসে খেলা দেখেছেন। তবে এই প্রথমবার অজি প্রধানমন্ত্রী এই স্টেডিয়ামে ম্যাচ দেখতে উপস্থিত থাকবেন। প্রসঙ্গত, ভারত-অস্ট্রেলিয়ার ৭৫ বছরের বন্ধুত্ব উদযাপন করতেই কিন্তু এ দেশে আসছেন অজি প্রধানমন্ত্রী অ্যালবানিজ। বিসিসিআই সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহ ২ দেশের প্রধানমন্ত্রীর হাতে স্মারক তুলে দেন।


স্টেডিয়ামের চারিদিকে অনেকদিন আগে থেকেই ব্য়ানার লাগানো ছিল। যেখানে অজি প্রধানমন্ত্রীর সঙ্গে নরেন্দ্র মোদির ছবি। ২ দেশের ক্রিকেটের ৭৫ বছর পূর্তির উপলক্ষে খেলা শুরুর আগে সংক্ষিপ্ত অনুষ্ঠান হয়। গুজরাতি সঙ্গীত পরিবেশন করা হয়। ২ দেশের অধিনায়ককে ক্যাপ তুলে দিলেন মোদি ও অ্যালবানিজ। ফটো সেশনের পর গোটা মাঠ প্রদক্ষিণ করলেন ২ প্রধানমন্ত্রী। গোটা মাঠ জুড়ে তখন মোদি মোদি শব্দব্রহ্ম।  


 






ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, 'কঠিন পিচের চ্যালেঞ্জ উতরানোর জন্য আমরা না না পথ খুঁজে বের করার চেষ্টা করছি। প্রত্যেক ব্যাটারই ভিন্ন এবং প্রত্যেকেরই রান করার উপায়ও ভিন্ন ভিন্ন। আমাদের দলের সকলেই প্রচুর ম্যাচ খেলেছে। এতদিন পরে তিন সপ্তাহের মধ্যে সবকিছু বদলে ফেলা সম্ভব নয়। মানসিকভাবে দৃঢ় হতে হবে এবং ব্যাটারদের যত দ্রুত সম্ভব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে রান করার পদ্ধতি খুঁজে বের করতে হবে। এই স্তরে কেবল দক্ষতা দিয়ে তেমনকিছু হয় না, দক্ষতার থেকেও মানসিক দৃঢ়তা বেশি প্রয়োজনীয়। প্রতিপক্ষ বোলারদের বিরুদ্ধে ব্যাটারদের ভাল খেলার জন্য মানসিক দৃঢ়তা বেশি দরকার।'