আমদাবাদ: গতকালই ড্রয়ের মাধ্যমে ভারত-অস্ট্রেলিয়ার হাড্ডাহাড্ডি এক টেস্ট সিরিজের সমাপ্ত হয়েছে। চতুর্থ টেস্টের (IND vs AUS 4th Test) শেষ সেশনে ম্যাচের ফলাফল সম্ভব হবে না বলে আগেভাগেই দুই দল হাল মিলিয়ে ড্রয়ের ঘোষণা করে। ম্যাচের শেষ লগ্নে ভারতের হয়ে চেতেশ্বর পূজারাকেও (Cheteshwar Pujara) বল করতে দেখা যায়। পূজারাকে বল করতে দেখে খোঁচা দেওয়ার সুযোগ হাতছাড়া করেননি তাঁরই ভারতীয় সতীর্থ আর অশ্বিন (R Ashwin)।
চিন্তায় অশ্বিন!
পূজারার বোলিংয়ের একটি ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে অশ্বিন লেখেন, 'কাজ ছেড়ে দিতে হবে নাকি?' জবাবে পূজারা লেখেন, 'না, না, এটা তো নাগপুরে তিন নম্বর নামার প্রতিদানমাত্র।' নাগপুরে প্রথম টেস্টে পূজারার বদলে নাইট ওয়াচ ম্যান হিসাবে ব্যাট নেমেছিলেন অশ্বিন। পূজারা সম্ভবত সেই ঘটনারই কথা উল্লেখ করেন। তবে পূজারা এটিকে প্রতিদান হিসাবে দেখলেও, অশ্বিন কিন্তু বিষয়টিকে এমনভাবে দেখছেন না।
অশ্বিন পূজারার পোস্টের জবাবে লেখেন, 'তোমার প্রচেষ্টাকে বাহবা জানাচ্ছি, তবে এটাকে আদৌ প্রতিদান বলা যায় কি না, সেই নিয়ে আমার সন্দেহ রয়েছে।' এর পূজারার লেখেন, 'ভবিষ্যতেও তুমি যাতে প্রয়োজনে তিন নম্বরে নামতে পার এবং যথেষ্ট বিশ্রাম পাও সেটা তো দেখতে হবে।' প্রসঙ্গত, এই ম্যাচে শুধু পূজারাকেই যে অফস্পিন বল করতে দেখা গিয়েছে তেমনটা নয়, শুভমন গিলও কিন্তু নিজের হাত ঘোরান।
নেতা স্মিথ
গত সপ্তাহেই অস্ট্রেলিয়ান অধিনায়ক (Australia Captain) প্যাট কামিন্সের (Pat Cummins) মা পরলোক গমন করেন। সেই কারণেই আমদাবাদে চতুর্থ টেস্টের জন্য ভারতে না ফিরে দেশেই ছিলেন কামিন্স। আশা করা হচ্ছিল কামিন্স হয়তো ১৭ তারিখ থেকে শুরু হতে চলা ভারত-অস্ট্রেলিয়ার ওয়ান ডে সিরিজের জন্য দলে ফিরবেন। তবে তেমনটা হচ্ছে না। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানিয়ে দেওয়া হল যে কামিন্স ওয়ান ডে সিরিজেও খেলবেন না।
অস্ট্রেলিয়ার তরফে দলের কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানান, 'প্যাট ফিরছে না। ও এই অবস্থায় এখনও দেশেই নিজের পরিবারকে সামাল দিচ্ছে। আমরা সকলেই এই দুঃখের দিনে প্যাট ও তাঁর পরিবারের পাশে রয়েছি।' কামিন্স দ্বিতীয় টেস্ট খেলেই অস্ট্রেলিয়ায় ফিরে যান। তাঁর অনুপস্থিতিতে তৃতীয় ও চতুর্থ টেস্টে স্টিভ স্মিথ (Steve Smith) অজি দলের অধিনায়কত্ব করেন। তিনিই ওয়ান ডে সিরিজেও অস্ট্রেলিয়ান দলকে নেতৃত্ব দেবেন।
আরও পড়ুন: আইপিএলের জন্য কিউয়িদের বিশেষ ছাড়, শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে নেই উইলিয়ামসনরা