নয়াদিল্লি: ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে এ বারের আইপিএল মরসুম ( IPL 2023)। ইতিমধ্যেই ফ্রাঞ্চাইজিগুলি ধীরে ধীরে নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এরই মাঝে একাধিক ফ্রাঞ্চাইজির জন্য সুখবর। আইপিএলে খেলার স্বার্থেই একাধিক তারকা ক্রিকেটারকে আগেভাগেই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট সংস্থা।
উইলিয়ামসনদের ছাড়
বর্তমানে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কার টেস্ট সিরিজ চলছে। এই সিরিজ শেষেই শুরু হবে ওয়ান ডের লড়াই। চলবে ৩১ মার্চ পর্যন্ত। আবার ঘটনাক্রমে আইপিএলও ৩১ মার্চ থেকেই শুরু হতে ছিল। তাই আশঙ্কা ছিল যে কিউয়ি তারকারা হয়তো মরসুমের শুরুর এক-আধটি ম্যাচ খেলতে পারবেন না। তবে সাম্প্রতিক খবর ফ্রাঞ্চাইজিগুলির মুখে হাসিই ফোটাবে। কেন উইলিয়ামসন (Kane Williamson), টিম সাউদি (Tim Southee), ডেভন কনওয়ে এবং মিচেল স্যান্টনারকে দ্বিতীয় টেস্টের পরেই ছেড়ে দেওয়া হবে যাতে তাঁরা আগেভাগেই নিজেদের ফ্রাঞ্চাইজিগুলিতে যোগ দিতে পারেন।
তবে লকি ফার্গুসন (Lockie Ferguson), ফিন অ্যালেন ও গ্লেন ফিলিপ্সকে অবশ্য টেস্ট সিরিজের পরেই ছাড়া হচ্ছে না। তাঁদের ২৫ মার্চ প্রথম ওয়ান ডের পরে আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলিতে যোগ দেওয়ার ছাড়পত্র দেওয়া হবে। প্রসঙ্গত, ইতিমধ্যেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য কিউয়ি দল ঘোষণা করে দেওয়া হয়েছে। কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে এই সিরিজে কিউয়ি সহ-অধিনায়ক টম লেথাম দলকে নেতৃত্ব দেবেন। ফার্গুসনার প্রথম ম্যাচের পর স্কোয়াড থেকে বেরিয়ে গেলে তাঁদের জায়গায় মার্ক চ্যাপমান, বেন লিস্টার ও হেনরি নিকোলস তাঁদের স্থানে কিউয়ি দলে যোগ দেবেন।
প্রচারে বিরাট
৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে ১৬তম আইপিএল (IPL 2023)। টুর্নামেন্ট শুরু হতে এখনও বেশ খানিকটা সময় বাকি থাকলেও, ইতিমধ্যেই কিন্তু ধীরে ধীরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। টুর্নামেন্টের সম্প্রচারকারী সংস্থার স্টার স্পোর্টসের তরফে ইতিমধ্যেই বেশ কয়েকটি প্রচারমূলক ভিডিও ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। এবার সামনে আসতে চলেছে এক আরও একটি নতুন প্রচারমূলক ভিডিও।
ইতিমধ্যেই রোহিত শর্মা (Rohit Sharma), হার্দিক পাণ্ড্য (Hardik Pandya), কেএল রাহুলদের (KL Rahul) আসন্ন আইপিএলের প্রচারমূলক ভিডিওতে দেখা গিয়েছে। এবার সেই তালিকায় যোগ দিতে চলেছেন বিরাট কোহলিও (Virat Kohli)। আইপিএলের আসন্ন প্রচারমূলক ভিডিওতে 'কিং কোহলি'কে দেখা যাবে। আসন্ন ভিডিও একটি টিজার আজই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে। এই টিজার কিন্তু ইতিমধ্যেই নেটিজেনদের নজর কেড়েছে। টিজারে কিন্তু বিরাটকে বেশ হাসিখুশিই দেখায়।
আরও পড়ুন: টানা তিন জয়, বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ৬-৩ উড়িয়ে দিল ভারতীয় হকি দল