মেলবোর্ন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টেও (IND vs AUS 4th Test) জয়ের অবস্থা থেকে হার। মেলবোর্নে ১৮৪ রানে পরাজয়ের ফলে বর্ডার-গাওস্কর ট্রফি জয়ের স্বপ্ন শেষ হয়ে গিয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের খেলা নিয়েও ঘোর সংশয়। এই পরাজয়ের পরে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) দলের ছোটদের দিকে আঙুল তোলেন। এর জেরেই প্রবল সমালোচনার মুখে পড়তে হল ভারতীয় অধিনায়ককে।
মেলবোর্নে পরাজয়ের পর রোহিতকে বলতে শোনা যায়, 'আমরা ম্যাচ জেতা বা অন্তত ড্র করার মতো প্রচুর সুযোগ পেয়েছিলাম। অনেকেই তো রান করেছে, তবে ওরা আরও বড় ইনিংস খেলতে পারত। তবে ওরা তো সকলেই নতুন। যত খেলবে ওরা তত শিখবে।' পন্থের বিষয়ে রোহিতকে বলতে শোনা যায়, 'আমরা হেরেছি এবং সকলেই এই পরাজয়ে হতাশ। ঋষভ পন্থকে বুঝতে হবে যে ওর কী করা প্রয়োজন। আমাদের ওকে কিছু বলার থেকে ওর নিজের বুঝতে হবে যে কী করা উচিত আর কী করা উচিত নয়। অতীতে ও যে ধরনের খেলা খেলে, তাতে আমাদের অনেক সাফল্য এনে দিয়েছে। তবে অধিনায়ক হিসাবে এই বিষয়ে আমার প্রতিক্রিয়া মিশ্র।'
রোহিত পন্থ ও জয়সওয়ালকেই যে ইঙ্গিত করেছেন, তা বলাই বাহুল্য। তবে পরাজয়ের পর অধিনায়কের এহেন মন্তব্য একেবারেই মনঃপুত হয়নি ভারতীয় সমর্থকদের। অনেকেই তরুণদের সমালোচনার মুখে ঠেলে দেওয়ার জন্য রোহিতের ওপর ক্ষুব্ধ। আবার অনেকের মতে সমস্যাটা তরুণ ক্রিকেটাররা নন, বরং রোহিত নিজে।
আর এক টেস্ট বাকি। সিরিজ় জয় আর সম্ভব নয়, তবে নিঃসন্দেহে সিডনিতে শেষ টেস্ট জিতে সিরিজ় সমতায় শেষ করা এবং বর্ডার-গাওস্কর ট্রফি রিটেন করার জন্য মরিয়া হয়ে মাঠে নামবেন রোহিতসহ গোটা টিম ইন্ডিয়া। তাঁরা সাফল্য পান কি না, এবার সেটাই দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আউট হয়ে সাজঘরে ফিরছেন কোহলি, গ্যালারিতে চূড়ান্ত হতাশায় ডুবলেন স্ত্রী অনুষ্কা শর্মা