সিডনি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফির (Border Gavaskar Trophy) নির্ণায়ক পঞ্চম টেস্টে রোহিত শর্মা নয়, ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। অফফর্মের রোহিত দলের স্বার্থে নিজেই নিজেকে একাদশ থেকে সরিয়ে নিয়েছেন বলে জানান। অধিনায়ক রোহিতের থেকে বুমরার নেতৃত্বের ধরনের পার্থক্য কী? প্রসিদ্ধ কৃষ্ণকে (Prasidh Krishna) এই প্রশ্ন করা হলে, তারকা ফাস্ট বোলার জানান অধিনায়কত্ব যেই করুন না কেন, দলের লক্ষ্য সবসময় একইরকম থাকে।


কৃষ্ণর মতে নেতৃত্ব বদলে কিন্তু দলের প্রস্তুতি বা পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টায় কোনও বদল হয় না। সিডনিতে দ্বিতীয় দিনের খেলাশেষে কৃষ্ণ বলেন, 'আমার মনে হয় দলকে যেই নেতৃত্ব দিক না কেন, আমরা কিন্তু নিজেদের প্রস্তুতিটা একইভাবে সারি। আমরা দলগতভাবে কীভাবে বোলিং করব সেই পরিকল্পনা করার পর আমাদের হাতে যেটা সেটুকু করতে যাতে কোনও ত্রুটি না থাকে, তাইজন্যই প্রস্তুতিটা ভালভাবে সারি। সেই কারণেই বুমরা নেতৃত্ব দিক বা বিরাট, আমাদের মানিয়ে নিতে কোনও অসুবিধা হয় না। তেমন কিছু বদল হয় না।'


বুমরা পঞ্চম টেস্টের দ্বিতীয় দিন প্রায় ৩ ঘণ্টা মাঠে ছিলেন না। সেই সময়ই কোহলি ফের একবার নেতৃত্বের ব্যাটন নিজের হাতে তুলে নেন। পিঠে যন্ত্রণা শুরু হওয়ায় হাসপাতালে দৌড়তে হয়েছিল। সেখানে যশপ্রীত বুমরার চোট পাওয়া জায়গার স্ক্যান করানো হয়। বুমরা থাকা বা না থাকাটা কিন্তু ভারতীয় দলের জন্য বিরাট পার্থক্য গড়ে দিতে পারে। চলতি সফরে ৩২ উইকেট নিয়ে ইতিমধ্যেই নজির গড়ে ফেলেছেন বুমরা। তিনিই বল হাতে ভারতের সবথেকে বড় ভরসা। তাঁর না থাকার দলের জয়ের সম্ভাবনা অনেকটাই কমে যাওয়া। কেমন আছেন তিনি?


বুমরার চোটের প্রকৃতি নিয়েও ব্যাখ্যা দিয়েছেন প্রসিদ্ধ। বুমরার আপডেট দিয়ে তিনি বলেন, 'যশপ্রীত বুমরার পিঠে টান লেগেছে। ও স্ক্যান করাতে গিয়েছিল। মেডিক্যাল টিম ওকে পর্যবেক্ষণ করছে। স্ক্যানের রিপোর্ট হাতে এলে বোঝা যাবে ওর কী অবস্থা।' শনিবার দ্বিতীয় দিনের খেলার শেষে বুমরার চোট নিয়ে বড় আপডেট দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তাও। নাম প্রকাশ করা যাবে না, সেই শর্তে যিনি জানিয়েছেন, বুমরার চোট গুরুতর নয়। তাঁর ব্যাট করতে সমস্যা হবে না। তবে বল করবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। রবিবার সকালে তাঁর চোট খতিয়ে দেখে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।


আরও পড়ুন: ভারতীয় ক্রিকেটমহলে বিচ্ছেদের সুর! ঘর ভাঙছে যুজবেন্দ্র চাহাল, ধনশ্রী বর্মার?